ভিসা জটিলতায় আটকে গেলেন শাকিব খান

শাকিব খানফেসবুক থেকে

২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরুর কথা ছিল বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার ছবি ‘দরদ’-এর। ওই দিনই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ঢাকাই ছবির নায়ক শাকিব খানের। তার আগে ১৫ অক্টোবর ভারতের মুম্বাইতে যাওয়ার কথা ছিল এই নায়কের। সেখানে তাঁর লুকসেট হওয়ার কথা। কিন্তু এর কোনোটাই হয়নি। না শুটিং শুরু, না লুক সেট। সবকিছু আটকে গেছে ভিসা জটিলতায়। জানা গেছে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। এ কারণে শুটিংয়ের উদ্দেশ্যে ভারতে যেতেও পারেননি তিনি। এখন কবে যাবেন, তারও ঠিক হয়নি।

পরিচালক অনন্য মামুনের সঙ্গে শাকিব খান

শাকিব–ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া প্রথম আলোকে জানিয়েছেন বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে। শনিবার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, ‘শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাঁদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনো ভিসার অনুমতি হয়নি। কারণ, এই আবেদনের সঙ্গে ভারতের মন্ত্রণালয়েরও অনুমতি লাগে। সেটির জন্য অপেক্ষা করছিলাম। ২০ অক্টোবর ভারত সরকার সেই অনুমতি দিয়েছে। ইতিমধ্যে ভারত থেকে অনুমতি মেইল করা হয়েছে। কাল রোববার আমাদের এখানে অফিস খুলবে। অনুমতিপত্রটি কাল মন্ত্রণালয়ে জমা দেব। আশা করছি দ্রুতই ভিসা হয়ে যাবে।’

শাকিব খান
ফাইল ছবি

তাহলে কবে নাগাদ শাকিব খান শুটিংয়ে ভারতে যাচ্ছেন? জানতে চাইলে ওই প্রযোজক বলেন, ‘এখন ভারতের অনুমতিপত্র জমা দেব। এরপর তথ্য মন্ত্রণালয় এটি বিচার–বিশ্লেষণ করে ভিসা দেবে। আশা করছি এ সপ্তাহেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। শাকিব খান কবে ভারতে যাচ্ছেন, তা ভিসা পাওয়ার ওপরই নির্ভর করছে।’
এই প্রযোজক জানিয়েছেন, আগামীকাল রোববার ছবির ভারতীয় কারিগরি টিম, কলাকুশলী শুটিং লোকেশন বেনারস পৌঁছে যাবে।

আরও পড়ুন

ছবির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন এই মুহূর্তে ভারতের মুম্বাইতে আছেন। ভিসার ব্যাপারে সেখান থেকে শনিবার দুপুরে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট  ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’
এদিকে গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে অনন্য মামুন লিখেছিলেন, শুক্রবার ‘দরদ-এর কিছু একটা আসবে।’ পরে দরদ-এর কোনো কিছু না আসাতে বিরক্ত হয়েছে শাকিব–ভক্তরা। শাকিব–ভক্তদের একাধিক গ্রুপে সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁরা।
একজন লিখেছেন, ‘দরদ–এর কিছু একটা দেখার জন্য দুদিন ধরে বসে থাকলাম। কোনো খবর নাই। দুদিন পরপর “দরদ” নিয়ে স্ট্যাটাস দিয়ে অনন্য মামুন ফেসবুক গরম রাখতে চায়। এটি শাকিব–ভক্তদের অনুভূতিতে আঘাত দেওয়া, ধোঁকা দেওয়া।’
জানা গেছে শুক্রবার ‘দরদ’-এর শাকিব খানের প্রথম ঝলক পোস্টার প্রকাশ করার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে মামুন আরও বলেন, ‘শুক্রবার শাকিব ভাইয়ের ফার্স্টলুক প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে করা হয়নি। এ নিয়ে শাকিব–ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। আরও বড় আকারে জিনিসটি করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ছবির নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহানকে নিয়ে বড় আকারে মুম্বাইয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান করব। সেখানেই ফার্স্টলুক প্রকাশ করা হবে। বিষয়টি আরও ভালো হবে।’

শাকিব খান
ছবি : সংগৃহীত

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।
বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় ছবিটি তৈরির কথা।