ওমর সানীর জন্মদিনে মৌসুমী নেই, কাঁদায় মায়ের স্মৃতি
৩২ বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করা ওমর সানী এখন আর অভিনয়ে নিয়মিত নন। নিজের রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি সম্প্রতি রিয়েল এস্টেট এবং প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছেন। সপ্তাহে ৫ দিন নতুন প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন এবং বেশ উপভোগ করছেন বলেও জানালেন। ওমর সানী বললেন, ‘নতুন প্রতিষ্ঠানে তাঁর কাজের স্বাধীনতা রয়েছে। তাই নিজের মতো করে কাজ করছেন।’
আজ সোমবার নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী ওমর সানীর জন্মদিন। যদিও দিনটি নিয়ে তাঁর সেভাবে কখনোই উচ্ছ্বাস কাজ করেনি। ২০০০ সালের ২৩ মের পর থেকে দিনটি নিয়ে আগ্রহও কমে যায়। কারণ, এই দিনে ওমর সানীর মা মারা যান। দিনটি নিয়ে আজ সোমবার দুপুরে ওমর সানী বললেন, ‘রাত থেকে অনেকে ফেসবুকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এরপর সকালে চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠানে ছিলাম। সেখানে জন্মদিন নিয়ে কথাবার্তা বলেছি। মৌসুমী ফোনে আমেরিকা থেকে যুক্ত হয়। এরপর সেখানে কেক কেটেছি।’
ওমর সানী বললেন, ‘জন্মদিন এলে মৃত্যুদিনের কথা মনে হয়। ফরীদি ভাই যেমন বলেছিলেন, ‘মৃত্যু খুবই স্নিগ্ধ একটা ব্যাপার। পবিত্র।’ আমার এ-ও মনে হয়, জন্মদিন মানেই মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। আল্লাহপাক আমাকে জন্মের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিনিয়ত আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।’
ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী বহু দর্শকনন্দিত সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর জন্ম ১৯৬৯ সালের ৬ মে, বরিশালে। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় চলচ্চিত্রে পথচলা শুরু করেন সানী। ১৯৮৯ সালের দিকে দারাশিকো পরিচালিত ‘সুজন বাঁশি’ সিনেমায় প্রথম কাজ করেন, একটা সময় পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায় বলে জানান ওমর সানী। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়লেও আশা ছাড়েননি আত্মবিশ্বাসী এই নায়ক। ফিরে এসে টানা কাজ করে গেছেন। উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। পরের বছরে কাজ শুরু করেন নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ ছবির। তবে ঢালিউডে ওমর সানীর অভিষেক ঘটে ‘চাঁদের আলো’ ছবির মধ্য দিয়ে।
ওমর সানী অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরি হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘অধিকার চাই’, ‘রঙিন নয়ণমনি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’, ‘চালবাজ’, ‘সুখের স্বর্গ’, ‘বাপের টাকা’, ‘প্রেমের অহংকার’, ‘ত্যাজ্যপুত্র’, ‘ঘাত প্রতিঘাত’, ‘কে অপরাধী’, ‘মধু মিলন’, ‘তুমি সুন্দর’, ‘প্রিয় তুমি’, ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’, ‘আজব প্রেম’ ইত্যাদি।
দেড় বছরের বেশি সময় ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। তাই পরপর দুই বছর এই দিনে চিত্রনায়িকা স্ত্রী মৌসুমী তাঁর পাশে নেই। এ প্রসঙ্গ ওঠতে ওমর সানী বললেন, ‘মৌসুমী না থাকা একটা শূন্যতা কাজ করে। তবে আমার জন্মদিনে সেদিন থেকেই শূন্যতা, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এই মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এর পর থেকে এই দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি। আমি চাইও না দিনটা উদ্যাপনের। তারপরও একবার অনেক বড় পরিসরে জন্মদিন উদ্যাপন করা হয়। সেবার ববিতা আপা, সুচন্দা আপা, চম্পাসহ অনেকেই এসেছিলেন। সোহান ভাইও এসেছিলেন। এটা আমার হার্টে রিং পরানোর পরপরই। এরপর আর কখনো হয়নি।