এফডিসির এমডি অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটামের মধ্যে ফুলেল শুভেচ্ছা

গতকাল মঙ্গলবার এফডিসির প্রশাসনিক ভবনে নতুন ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পরিচালকদের একটি দল।ছবি : সংগৃহীত

সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। গত রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় সংগঠনটি। তবে গতকাল মঙ্গলবার এফডিসির প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পরিচালকদের একটি দল। এই দলে অন্য পরিচালকেরা ছাড়াও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের মহাসচিবের দায়িত্বে থাকা শাহীন সুমন। এই দলে আরও ছিলেন অপূর্ব রানা, হাবিবুল ইসলাম, মিজানুর রহমান লাবু প্রমুখ।

এর আগে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা অভিনেতা ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এফডিসিতে সংবাদ সম্মেলন করে তাঁদের মতামত জানান। তাঁর ভাষ্যে, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা। একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে। এখানে চাকরি করতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি অজ্ঞাতনামা আসামি আমাদের চোখে, আমরা তাঁকে চিনি না, জানি না, আমাদের ওপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।’ কারও ভুল সিদ্ধান্তের দায় রাষ্ট্র বা জনগণ নিতে পারে না উল্লেখ করে উজ্জ্বল বলেন, ‘চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্তে ভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তাঁর দোসরদের স্থান নেই। যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ফ্যাসিস্টের দোসর। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এফডিসির এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্রবান্ধব কাউকে এমডি নিয়োগ দিতে হবে।’

এফডিসির প্রশাসনিক ভবনে নতুন ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পরিচালকদের একটি দল।

শাহীন সুমনের কাছে প্রশ্ন ছিল, যেখানে একটি পক্ষ এফডিসির এমডি অপসারণে প্রতিবাদ সমাবেশ করে সময়সীমা বেঁধে দিয়েছে, সেখানে আপনারা ফুলের শুভেচ্ছা জানতে গেলেন কেন?

তিনি বললেন, ‘চলচ্চিত্রের ভেতরে রাজনৈতিক মতাদর্শে আমরা মোটেও বিশ্বাস করি না। চলচ্চিত্রে যারা কাজ করি, তারা চলচ্চিত্রের মানুষ—এটাই সবচেয়ে বড় পরিচয়। নতুন এমডি আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সম্মানিত একজন সদস্য। সরকার তাঁকে এমডি পদে নিয়োগ দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। চলচ্চিত্রের মানুষ হওয়ার কারণে তিনি এই পদে থাকলে প্রতিষ্ঠানের জন্যই মঙ্গলজনক। চলচ্চিত্রের মানুষকে এমডি পদে নিয়োগ দেওয়ায় আমরা ভাবলাম শুভকামনা জানাই, এখানে আর ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। তবে এটাও ঠিক, মতবিরোধ থাকতেই পারে। অন্যরা তাঁদের মতামত দিয়েছেন, সেটা তাঁদের অধিকার। সবকিছুর পর বলতে চাই, আমরা চলচ্চিত্রের মানুষেরা এফডিসিতে কাজের পরিবেশ চাই। আমরা তো সিনেমা নির্মাণ করি। প্রত্যাশা থাকবে যিনিই দায়িত্ব নিক, এফডিসিতে যেন কাজের পরিবেশ বজায় থাকে। সিনেমার শুটিংয়ের যাবতীয় সুযোগ–সুবিধা বাড়ানো হয়।’

আরও পড়ুন
এফডিসি ফটকে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশে আয়োজকেরা
ছবি : উজ্জ্বলের ফেসবুক থেকে

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া মাসুমা রহমান তানি চলচ্চিত্র পরিচালক। সিনেমা নির্মাণের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর নির্মিত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি। ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন অ্যাক্ট, ১৯৫৭–এর ধারা ৯ ও ৯ (ডি) অনুযায়ী মাসুমা রহমান তানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

আরও পড়ুন