ঈদের ৪ ছবি, পরীক্ষিত তিন পরিচালক বনাম শাকিব খান, কাকে এগিয়ে রাখবেন

তামিন নূর, রেদওয়ান রনি, মেহেদী হাসান হৃদয় ও শাকিব খান। কোলাজ

হলিউড বা বলিউডে আগে থেকেই তৈরি থাকে সিনেমার ক্যালেন্ডার। আগামী বছর হলিউড বা বলিউডে বড় উৎসবে যেসব সিনেমা মুক্তি পাবে, তার অনেকগুলোর নামই চূড়ান্ত হয়ে গেছে। কোনো কোনোটির পোস্টার পর্যন্ত চলে এসেছে। কিন্তু আমাদের এখানে ঈদের সিনেমার চূড়ান্ত তালিকা পেতে অনেক সময় ঈদের আগের দিন পর্যন্তও অপেক্ষা করতে হয়! তবে গত কয়েক বছরে ঈদে সিনেমা ব্যবসাসফল হওয়ায় নতুন করে ভাবছেন প্রযোজকেরা। প্রায় আট মাস বাকি থাকলেও এখনই ঠিক হয়ে গেছে ঈদের চারটি ছবি!

রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী। ছবি : খালেদ সরকার

২০১২ সালে চোরাবালি বানিয়ে আলোচনায় আসেন রেদওয়ান রনি। প্রথম সিনেমা দিয়েই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে নতুন জুটি নিয়ে তৈরি করেন আইসক্রিম। সেই সিনেমা দিয়েই ঢালিউডে শরীফুল রাজ ও নাজিফা তুষির অভিষেক। দুজনই এখন ব্যস্ত তারকা। রোজার ঈদে তৃতীয় সিনেমা দম নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই পরীক্ষিত পরিচালক। ২০২৩ সালের ডিসেম্বরেই ঘটা করে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। জানা যায়, ছবিটিতে থাকছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির একটি পোস্টারও আলোচনায় আসে। গত মাসে হঠাৎ করেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, দম–এ এবার যুক্ত হচ্ছেন আফরান নিশো। রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ অনেকটাই এগিয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু করতে পারব।’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।

তানিম নূর। ছবি: শিল্পীর সৌজন্যে

‘ফিরে এসো বেহুলা’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তানিম নূর। পরে কাইজারসহ বেশ কিছু কাজ বানিয়ে প্রশংসিত হন। ‘উৎসব’ সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই পরিচালক। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমাটির নাম এখন ‘উৎসব।’

এই পরীক্ষিত পরিচালক বর্তমানে পরবর্তী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তানিম নূর বলেন, ‘চিত্রনাট্য লেখার কাজ চলছে। শিগগির এটা গুছিয়ে আসবে। রোজার ঈদকে টার্গেট করে সিদ্ধান্ত নেব কবে শুটিংয়ে যাব। কারণ, রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দিতে চাই। যে কারণে আমাদের ইচ্ছা শীতের মধ্যেই শুটিং শুরু ও শেষ করা। দু–এক মাসের মধ্যেই আমরা কাস্টিং নিয়ে কথা বলা শুরু করব। অফিশিয়ালি সিনেমার ঘোষণাও শিগগির দিয়ে দেব।’ তবে এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি।

শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়। ছবি: পরিচালকের সৌজন্যে

এ বছর ঈদুল ফিতরেই আলোচনায় আসে বরবাদ। শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা বানিয়েই আলোচনায় আসেন মেহেদী হাসান। শাকিব খানকে ছাড়াই এবার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই তরুণ নির্মাতা। এই সিনেমাটিও আগামী বছর ঈদুল ফিতরে আসবে। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটি প্রযোজনা করছেন বরবাদ–এরই প্রযোজক শাহরিন আক্তার। তিনি জানালেন, আগামী ঈদুল ফিতরে বড় বাজেটের সিনেমা নিয়ে আসবেন এটা চূড়ান্ত। সেভাবেই সবকিছু গুছিয়ে নিচ্ছেন। ঈদের কোনো সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে চান না। তাঁদের প্রথম সিনেমা ছিল শাকিব খানকে নিয়ে বরবাদ। এবার শাকিবের বাইরে নিজেদের প্রমাণ করতেই এই উদ্যোগ নিয়েছেন।

শাহরিন আক্তার বলেন, ‘মেহেদীর নিজেকে প্রমাণ করার প্রয়োজন রয়েছে। সারাজীবন সে তো একজনকে নিয়েই সিনেমা বানাবে না। যে কারণে আমরা ঈদে আসছি। আমরা এক মাসের মধ্যে চিত্রনাট্য লক করব। পরের মাসে রেকিতে যাব। অক্টোবরে মাঝামাঝিতে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা।’ সিনেমায় তারকা নিয়ে কথাবার্তা হয়ে গেছে, শিগগির ঘটা করে জানানো হবে। এ আগে জানা গিয়েছিল, এই সিনেমার জন্য শরীফুল রাজ, সিয়াম আহমেদের কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।

শাকিব খানের সঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা
ছবি: পরিচালকের সৌজন্যে

‘প্রিয়তমা’র পর থেকেই ভিন্ন এক শাকিব খানকে দেখছেন দর্শক। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ ঢালিউডে তখন অনেকটাই অচেনা ছিলেন। আগে সিনেমা বানালেও শাকিবের সঙ্গে সেটাই ছিল প্রথম কাজ। তখন অনেকেই সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। পরে ব্যবসায়িকভাবে সফল হয় প্রিয়তমা। এরপরে রায়হান রাফীর তুফান দিয়ে আলোচনায় আসেন শাকিব। সবশেষ বরবাদ দিয়ে আলোচনায় আসেন এই ঢাকাই তারকা। সেটিও ছিল নাট্যনির্মাতা মেহেদী হাসানের প্রথম সিনেমা। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়েও শাকিব খানকে শুনতে হয়েছিল ভুল সিদ্ধান্তের কথা। কিন্তু এই সিনেমাটিও ব্যবসাসফল। একইভাবেই আগামী ঈদুল ফিতরেও নতুন পরিচালকের হাত ধরে আসছেন শাকিব খান।

নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটি নির্মাণ করবেন। নাম ঠিক না হওয়া সিনেমাটি দিয়ে তাঁর ঢালিউড অভিষেক হবে। আগামী অক্টোবরের শেষে শুটিংয়ের শিডিউল চূড়ান্ত। এখনো সিনেমাটির অন্য চরিত্র চূড়ান্ত হয়নি। অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। শুটিং কোথায় হবে, তাও ঠিক হয়নি। আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমরা দর্শকদের দারুণ গল্পের সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করব। দর্শক পছন্দ করবে, এমন একটি গল্পই আমরা বেছে নিয়েছি। ঈদে কাদের সিনেমা আসছে, সেটা মাথায় নিচ্ছি না। নিজেরা নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করছি। তাহলেই আমরা কাজে বেশি ফোকাসড হতে পারব। তবে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমরা বিশ্বাসী। ভালো গল্প হলে দর্শক অবশ্যই আমাদের সিনেমা দেখবেন। সেই চেষ্টাই করে যাচ্ছি।’ অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে শুটিং। ঈদের সিনেমাগুলোর পরীক্ষিত তিন নির্মাতা বনাম নতুন পরিচালক নিয়ে শাকিব খান, কাকে দর্শক এগিয়ে রাখবেন সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন
আরও পড়ুন