ভালো আছি, সিঙ্গাপুর থেকে বললেন ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক
কোলাজ

‘টিবি রোগের চিকিৎসাও প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ। শারীরিক দুর্বলতাও এখন কিছুটা কমেছে।’ সিঙ্গাপুর থেকে গতকাল রোববার বাংলাদেশ সময় দুপুরে জানালেন চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে টানা ২১ দিনের চিকিৎসা শেষে ২ অক্টোবর স্ত্রীসহ সেখানকার হোটেলে ওঠেন ফারুক। তিনি বলেন, ‘দুই দিন পর চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। কালও যাব। চিকিৎসাব্যবস্থা আমাকে মুগ্ধ করেছে।’
ফারুক বলেন, ‘যেভাবে চিকিৎসা চলছে, তাতে আশা করছি এ মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারব। টিবি রোগ ছাড়া রক্তে সামান্য সমস্যা আছে। এর মধ্যে তা সেরে যাবে বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা।’ সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের চিকিৎসার তত্ত্বাবধানে আছেন লি, ইয়ান ও চৌন।

গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। সাত বছর ধরে সিঙ্গাপুরের এ হাসপাতালেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। এবার সিঙ্গাপুর যাওয়ার আগে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। দফায় দফায় জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকার দুটি বড় হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন ফারুক। দুটি পরীক্ষাতেই তাঁর কোভিড-১৯ নেগেটিভ আসে।

আকবর হোসেন পাঠান ফারুক
সংগৃহীত

এ ছাড়া টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার পরীক্ষাও করানো হয়েছিল। কিন্তু তাতেও কোনো রোগ ধরা পড়েনি। এতে দুশ্চিন্তা বাড়তে থাকে ফারুকের পরিবারের। সে সময় চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছিলেন, এই অভিনেতা টিবিতে (যক্ষ্মা) ভুগছেন। অবশেষে সিঙ্গাপুরের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, ফারুক টিবিতে আক্রান্ত। তাৎক্ষণিকভাবেই শুরু হয় তাঁর চিকিৎসা।

‘যেভাবে চিকিৎসা চলছে, তাতে আশা করছি এ মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারব। টিবি রোগ ছাড়া রক্তে সামান্য সমস্যা আছে। এর মধ্যে তা সেরে যাবে বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা।’
আকবর হোসেন পাঠান ফারুক
আরও পড়ুন

এদিকে বরেণ্য অভিনয়শিল্পী ফারুকের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বাংলাদেশে থাকা তাঁর সমসাময়িক ও অনুজ সহশিল্পীর। তাঁদের মধ্যে ফারুক বললেন কয়েকজনের নাম। আলমগীর, উজ্জ্বল, ওমর সানী, শাকিব খান, মিশা সওদাগর, জায়েদ খান প্রমুখ।

সারেং বৌ ছবিতে কবরী ও ফারুক।

ফারুক বলেন, ‘এর মধ্যে তো একদিন শাকিব খান ফোন করে দুই ঘণ্টা কথা বলেছে। আমাদের মধ্যে কত কী যে আলাপ হলো। বারবার জিজ্ঞেস করল, আমার কোনো কিছু লাগবে কি না। ছোট ভাইকে বলেছি, তুমি আমার ভীষণ ভালোবাসার মানুষ, আমার জন্য শুধু দোয়া করো। দেশে ফিরে এসে অনেক বিষয়ে আলাপ আছে।’

চিত্রনায়ক ওমর সানীও কয়েক দফা ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বলে জানালেন ফারুক। বরেণ্য এই অভিনয়শিল্পী বলেন, ‘সানী তো আমার শারীরিক অবস্থার খবর নিতে গিয়ে খুব কান্নাকাটি করল। যত কিছুই হোক, তারা তো আমাদের খুব আদরের, আমাকে ভীষণ শ্রদ্ধা করে।’

আকবর হোসেন পাঠান ফারুক
প্রথম আলো