৩ দিনে ৫টি মঞ্চায়ন

খোঁজ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের অন্যতম নাট্য শিক্ষাপ্রতিষ্ঠান ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের নাটক ‘খোঁজ’–এ ক্ষমতার দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে। মানুষের চিরন্তন অস্তিত্বের যে লড়াই, তা পরতে পরতে উঠে এসেছে নাটকে। অস্তিত্ব, গোত্র, দলের বড়াই—সবই যে দিনশেষে মূল্যহীন, তাই প্রতীয়মান হয় এ নাটকে।

লেবানিজ বংশোদ্ভূত ফরাসি নাট্যকার ওয়াজদি মাওয়াদ রচিত ‘বার্ডস অব এ কাইন্ড’ নাটকটির পাঁচটি মঞ্চায়ন হবে ১৮ থেকে ২০ জানুয়ারি।

আরও পড়ুন
খোঁজ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হবে একটি মঞ্চায়ন। পরদিন শুক্রবার বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় দুটি মঞ্চায়ন এবং শনিবার বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় দুটি মঞ্চায়ন হবে। নাটকটি অনুবাদ করেছেন অসীম দাশ ও কমল বড়ুয়া।

ফরাসি দূতাবাসের প্রযোজনায় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সহযোগিতায় এ নাটকটি মঞ্চে এনেছে ফেইম নাট্যকলা বিভাগ। এটি ফেইম নাট্যকলা বিভাগের ২৮তম প্রযোজনা।

খোঁজ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশের পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন জীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, সাবিহা বিনতে জসিম, দীপ্ত চক্রবর্তী, পূজা চক্রবর্তী, সৌরভ হোসাইন, অমিতা বড়ুয়া, শাওন দে, পায়েল চৌধুরী ও অপরাজিতা চৌধুরী। প্রতিটি প্রদর্শনীতে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনে বিশেষ ছাড় থাকছে।