রাঢ়াঙ নাটকের ২০০তম মঞ্চায়ন

আরণ্যক নাট্যদলের সাড়া জাগানো নাটক ‘রাঢ়াঙ’–এর ২০০তম প্রদর্শনী হয়ে গেল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। দেশ–বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়েছে। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর প্রথম মঞ্চে আসে ‘রাঢ়াঙ’। সাঁওতালদের জীবনাচার, সামাজিক-রাজনৈতিক অধিকার ও সংগ্রামী ঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী নাটকটি লিখেছেন মামুনুর রশীদ, নির্দেশনাও তাঁরই। এবার অনেক দিন পর এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান। নাটকের বিভিন্ন অংশে নাটকীয় মুহূর্ত নিয়ে এবারের ছবির গল্প। সম্প্রতি ছবিগুলো তুলেছেন তানভীর আহাম্মেদ ও দীপু মালাকার।
১ / ২২
একটি দৃশ্যে অভিনেতারা নিজেদের মতো মঞ্চে অবস্থান নিয়েছেন।
২ / ২২
দল বেঁধে তৈরি বৃত্তের মাঝখানে একজনকে ওপরে তুলে ধরা হচ্ছে।
৩ / ২২
মঞ্চে উঠেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান।
৪ / ২২
একটি দৃশ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান।
৫ / ২২
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ।
৬ / ২২
নাটকের একটি দৃশ্যে একজনের ওপর সবার দৃষ্টি।
৭ / ২২
নাটকীয় একটি মুহূর্তের দৃশ্যায়নে দলীয় অভিনয়।
৮ / ২২
দৃশ্যায়নে আলোর ব্যবহারের চমৎকারিত্ব ছিল।
৯ / ২২
মঞ্চে তির–ধনুক নিয়ে দলীয় অভিনয়।
১০ / ২২
সাঁওতালদের জীবনাচার ফুটে ওঠে এক দৃশ্যে।
১১ / ২২
তির–ধনুক দেখে চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান ও আরেকজনের ভয়ার্ত দৃষ্টি।
১২ / ২২
চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসানকে কেন্দ্র করে চলছে নাটকের দৃশ্যায়ন।
১৩ / ২২
থেকে থেকে ছিল বাজনা, বাজনার সঙ্গে দৃশ্যে আসে পরিবর্তন।
১৪ / ২২
একপর্যায়ে দৃশ্য পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে।
১৫ / ২২
আরেক দৃশ্যে চঞ্চল চৌধুরীর সংলাপ।
১৬ / ২২
নাটকের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরীকে ঘিরে দুজন।
১৭ / ২২
একপর্যায়ে বসে থাকা চঞ্চল চৌধুরী একরকম মেঝেতে পড়ে যান।
১৮ / ২২
মঞ্চে চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান।
১৯ / ২২
মঞ্চে দলীয় অভিনয়।
২০ / ২২
নাটকের একটি দৃশ্যে মাঝখানে বসে সংলাপ বলছেন একজন।
২১ / ২২
পরীক্ষণ থিয়েটারের চারপাশে দর্শক, মাঝখানে চলছে মঞ্চায়ন।
২২ / ২২
নাটক মঞ্চায়নের পর অভিনেতাদের সঙ্গে কথা বলছেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ।