আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল ‘অন্তরীণ’

আয়জনের ১৫তম আসরে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সৌজন্যে

ঢাকার নরওয়েজীয় দূতাবাস ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’–এর ১৫তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে আজ। শেষ দিনে পুরস্কার প্রদানের পাশাপাশি জলবায়ুবিষয়ক চিত্রকর্ম উন্মোচন করা হয়। উৎসবে তিন দিনে ১১টি সেশনে ১৩০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন

আয়জনের ১৫তম আসরে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর পুরস্কার পেয়েছে বাংলাদেশের শক্তি বণিক পরিচালিত ‘অন্তরীণ’। এ ছাড়া জহির রায়হান বেস্ট শর্ট পুরস্কার পেয়েছে ইরানের ‘দ্য স্টেক’। ওয়ান আর্থ শর্ট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে পোল্যান্ডের ‘আরকাডিয়া’ এবং রানার্সআপ হয়েছে বাংলাদেশের সামিউর রহমান পরিচালিত ‘লাইফ ইন দ্য সল্ট ওয়াটার’।

বেস্ট ওয়ান মিনিট শর্ট ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে স্লোভেনিয়ার চলচ্চিত্র ‘ইফ উই অ্যাট আওয়ার ইনফ্লুয়েন্স’। এ ছাড়া সাতটি চলচ্চিত্রকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

৬ নভেম্বর শুরু হয় আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সৌজন্যে

পুরস্কারপ্রাপ্ত ‘অন্তরীণ’-এর পরিচালক শক্তি বণিক বলেন, ‘আমি আমার বাবাকে নিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনেক আগেই বানিয়ে আমার বন্ধুদের ও শুভাকাঙ্ক্ষীদের দেখিয়েছিলাম।এই উৎসবের মাধ্যমে আমি আমার কাজ প্রদর্শনের প্ল্যাটফর্ম পেয়েছি।’

৬ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, তারুণ্যের সংলাপ, সাময়িকী প্রকাশ, আর্ট ক্যাম্প, প্রদর্শনীসহ বেশ কয়েকটি আয়োজন। এ ছাড়া বাংলাদেশ, ফ্রান্স, পোল্যান্ডের জলবায়ু পরিবর্তনবিষয়ক তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসবের দ্বিতীয় দিন ‘স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আসরে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সৌজন্যে

বিশ্ববিদ্যালয়ের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাঁদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল‌ থেকে প্রতিবছর আয়োজনটি করে আসছে।  

এক যুগের বেশি সময় ধরে আয়োজিত এই উৎসবের এবারের আসরে ৯৬টির বেশি দেশ থেকে প্রায় ১ হাজার ৬৭১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছিল। নির্বাচিত সেরা ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে দেশের ৭টি বিভাগের (সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকা) ১০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ৩০ নভেম্বর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।