সুরটা বেঁচে থাকুক
কোক স্টুডিও বাংলার দ্বৈত গান ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পেয়েছেন, এবার প্রথম একক গান ‘নিঠুর মনোহর’ দিয়ে আলোচিত হয়েছেন তরুণ গায়ক ঈশান মজুমদার। বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলল ‘বিনোদন’
প্রশ্ন :
‘নিঠুর মনোহর’ কবে লিখেছেন?
গানের কথা মাথায় এলে সেটা লিখে রাখি। গত বছরের মাঝামাঝির দিকে গানের প্রথম দুই লাইন লিখেছিলাম। পরে তা শেষ করেছি।
প্রশ্ন :
গানে যে কালিন্দির ঘাটের কথা বলা হচ্ছে, এটা বাস্তব, নাকি কল্পনার?
কালিন্দির ঘাট কাল্পনিক হিসেবে লিখেছি। আমি ঢাকায় বেড়ে উঠেছি, তবে গ্রামবাংলা আমাকে সব সময় টানে। নদ–নদীর ঘাটের সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকে। সে হিসেবেই ঘাটের কথাটি এসেছে। গানটি প্রকাশের পর ফার্মগেট থেকে আসার সময় দেখছিলাম, সেখানকার একটি বাড়ির নাম কালিন্দি।
প্রশ্ন :
গানে প্রচলিত সুর বসিয়েছেন। সুরটা কীভাবে পেলেন আর এই সুরই কেন বাছলেন?
গানটি লেখার পর গুনগুন করে সুর করার সময় এই সুরই মাথায় এসেছিল। পরে দেখলাম, এই সুরের ওপর অনেক গান আছে। শুরুতে ভেবেছিলাম, মানুষ কপি মনে করে কি না। পরে ভাবলাম, এই গানের মাধ্যমে যদি সুরটা বেঁচে থাকে, তাহলে থাকুক। শ্রোতারা সুরটা গ্রহণ করেছেন, প্রশংসাও করছেন।
প্রশ্ন :
গানের ভিডিও চিত্রের দৃশ্যধারণ কোথায় করলেন?
গানের একটা ভার্সন ফেসবুকে আপলোড করার পর অনেকে প্রশংসা করছিলেন। বিশেষ করে বাচ্চারা বেশ পছন্দ করেছে। পরে ভাবলাম, কোনো গ্রামে গানের ভিডিও চিত্রটির দৃশ্যধারণ করা যায়। মুন্সিগঞ্জের ভাগ্যকুলে শুটিং করেছি।
প্রশ্ন :
‘দাঁড়ালে দুয়ারে’-এর পর ‘নিঠুর মনোহর’—ক্যারিয়ারের শুরুতেই দুটি গান সাড়া ফেলেছে। কেমন লাগছে?
কাজী নজরুল ইসলামের গান ‘দাঁড়ালে দুয়ারে’ খুব সহজভাবে গাওয়ার চেষ্টা করেছি। আর ‘নিঠুর মনোহর’ আমার প্রথম মৌলিক গান। কাজ নিয়ে প্রশংসা পেলে কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়ে।
প্রশ্ন :
আপনি কার গান শোনেন, আপনার গানে কার প্রভাব রয়েছে?
আমি ছোটবেলা থেকেই সব ধরনের গান শুনি। দেশে ও দেশের বাইরের বহু শিল্পীর গান শুনি। নির্দিষ্ট কাউকে অনুসরণ করি না। নির্দিষ্ট কারও প্রভাব আমার গানে নেই।
প্রশ্ন :
সংগীত নিয়ে আপনার স্বপ্ন কী?
সংগীতের দিক থেকে বাংলাদেশ অনেক সমৃদ্ধ, বাংলাদেশের গানের অনেক ধারা রয়েছে। পুরো পৃথিবী এখন হাতের নাগালে, চাইলেই নিজেদের গান তুলে ধরা যায়। বিশ্বের দরবারে বাংলা সংগীতকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখি।
প্রশ্ন :
গানে কীভাবে এলেন? আপনার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা কোথায়?
আমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। পরিবার থেকেই গান শেখার তাগিদ ছিল, সঙ্গে আমারও আগ্রহ ছিল। ছায়ানটে লোকসংগীতের ওপর একটি কোর্স করেছি। আমি নিজেও গান গাইতে ভালোবাসি, মানুষও আমার গান শুনছে, তাই এখনো গান গেয়ে যাচ্ছি।