‘আমি সদরঘাটের জবা ফুল’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময় সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, প্রান্তর দস্তগীর, দীপা খন্দকারদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
‘হাড়কিপটে’ নাটকে তাঁরা তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। দীর্ঘদিন পরে তাঁদের দেখা হয়। সেই ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘নজর আলীর তিন ছেলে। ফজর, বহর, নহর। এখন তারা ভালোই আছে। ভালোবাসা সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাস।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
একসঙ্গে কী কাজ করছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তগীর ও মোস্তাফিজুর নূর ইমরান? সেটা অবশ্য লেখেননি দস্তগীর। একসঙ্গে মাটিতে শুয়ে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কারণ সিনেমায় চাঁদ দুইটা।’ অভিনেত্রী শাহানা রহমান মন্তব্য করেছেন, ‘আকাশের চাঁদ মাটিতে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
সদরঘাটে ফটোশুট করেছেন সুষমা সরকার। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অনেক দিন থেকেই ছবি তোলা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ব্যাটে বলে মিলছিল না। অবশেষে মিলল, আমরা একটা ঝটিকা সফর দিলাম সদরঘাটের উদ্দেশে এবং নাজমুলের ক্যামেরায় হয়ে গেলাম সদরঘাটের জবা ফুল। আমি সদরঘাটের জবা ফুল।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
শানারৈই দেবী শানু লিখেছেন ‘চলো বারান্দায় বসে এক কাপ কফির চুমুকে শীতের রোদ ভালোবাসার গায়ে মাখি, রোদটাও খুব প্রয়োজন। চারপাশে এত বিদ্বেষ, ক্ষমতার লড়াই, রাজনীতির মারপ্যাঁচের ভিড়ে আমি শুধু নিভৃতে তোমার সঙ্গে মুহূর্ত জমাই।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
অভিনেত্রী দীপা খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনার জীবনে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ, তার জীবনে আপনি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৬
ছবিটি পোস্ট করে রোবেনা রেজা লিখেছেন, ‘কাউকে ভালোবাসার চাইতে, কেয়ার করার চাইতে ভালোবাসার অভিনয় করা সহজ।’
ছবি: ফেসবুক থেকে