ঢাকায় ডিউন

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ডিউন’

২০২০ সালে মুক্তির তালিকায় থাকা অনেক সিনেমাই করোনার কারণে ২০২১ সালে এসে মুক্তি পাচ্ছে। এ তালিকায় বিশেষ আগ্রহের একটি নাম ‘ডিউন’। বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক এ ছবির জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন ভক্তরা। ২০২০ সালের নভেম্বরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। অবশেষে প্রায় এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ডিউন’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পেয়েছে।

সর্বকালের সেরা কল্পবিজ্ঞান উপন্যাসগুলোর একটি ফ্র্যাঙ্ক হার্বার্টের ‘ডিউন’

সর্বকালের সেরা কল্পবিজ্ঞান উপন্যাসগুলোর একটি ফ্র্যাঙ্ক হার্বার্টের ‘ডিউন’। ১৯৬৫ সালে প্রকাশিত উপন্যাসটিকে ১৯৮৪ সালে প্রথম বড় পর্দায় আনেন ডেভিড লিঞ্চ। আবার নতুন করে উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপান্তর করলেন অস্কার মনোনীত পরিচালক ডেনি ভিলেনেভ। সিনেমাটিতে অভিনয় করেছেন টিমোথি চ্যালামেট, রেবেকা ফার্গুসন, জেনডায়া, জ্যাসন মোমোয়া, অস্কার আইজ্যাক, জশ ব্রোলিন, স্টেলান স্কার্সগার্ড, ডেভ বুটিস্টা, চেন চ্যাং, স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন, হাভিয়ের বারডেম।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পেয়েছে

ছবিতে টিমোথির নাম পল অ্যাট্রাইডেস। বিশেষ কিছু ক্ষমতা নিয়ে সে জন্মেছে, কিন্তু নিজেই সে এগুলো সম্পর্কে জানে না। ভয়ংকর এক গ্রহে পরিবার ও স্বজনদের রক্ষা করতে নেমে আস্তে আস্তে নিজের মধ্যকার এই গুণগুলো সে আবিষ্কার করে। শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধ আর দানবীয় কিছু চরিত্র, সব মিলিয়ে জমজমাট এক ছবি ‘ডিউন’।