অস্কার মানে লালগালিচায় তারকাদের বর্ণিল রূপ। কেউ আলোচনায় আসেন পোশাক দিয়ে, কেউ সাজসজ্জা দিয়ে। এবার অস্কারে অবশ্য প্রথাগত গালিচা ছিল না, গালিচা ছিল শ্যাম্পেন রঙের। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক অস্কারের গালিচায় হাজির হয়ে আলোচিত তারকাদের