হরিণের চামড়ার বিকিনিতে ঝড় তুলেছিলেন তিনি
আবেদনময়ী অভিনেত্রীর কথা উঠলে তাঁর নাম থাকবে শুরুর দিকেই। তবে নিজেকে ‘আবেদনময়ী’ তারকার চেয়ে বেশি কিছু মনে করতেন তিনি। সেই রাকুয়েল ওয়েলচ আর নেই। গত বুধবার ৮২ বছর বয়সে মারা গেছেন এই মার্কিন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক রাকুয়েল ওয়েলচ সম্পর্কে কিছু তথ্য।