সাতে শুরু, তেইশে পরিণত

স্যাডি সিঙ্ক। রয়টার্স ফাইল ছবি

মাত্র ৭ বছর বয়সে যার অভিনয় ক্যারিয়ারের শুরু, ২৩ বছর বয়সে তাঁকে পরিণত অভিনয়শিল্পী বলাই যায়। মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক নিজেও বলছেন, কেবল অভিনয়শিল্পী হিসেবে নয়, কম বয়সে কাজ শুরু করাটা তাঁকে ব্যক্তি হিসেবেও পরিণত করেছে। মার্কিন অনলাইন গণমাধ্যম একসেস হলিউডের সঙ্গে আলাপে এ প্রসঙ্গে স্যাডির ভাষ্য, ‘আমার বেড়ে ওঠা অন্যদের চেয়ে আলাদা। কারণ, অল্প বয়স থেকেই আমাকে কাজ নিয়ে ভাবতে হতো। অভিনয় নিয়ে এই দীর্ঘ অভিজ্ঞতা নিজের জীবনদর্শনেও প্রভাব ফেলেছে।’

ভাইয়ের সঙ্গে ৭ বছর বয়সে ডিজনির একটি সিরিজ করেন। ১০ বছর বয়সে নাম লেখান মঞ্চে। এরপর অনেক কিছু করলেও ২০১৬ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ম্যাক্স চরিত্রটি তাঁর ক্যারিয়ার বদলে দেয়।

্গআমী ২০ মে মুক্তি পাবে স্যাডি অভিনীত নতুন সিনেমা ‘ও’ডেসা’। আইএমডিবি

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিরিজ আমাকে অনেক কিছু শিখিয়েছি। দুর্দান্ত সব সহশিল্পীর সঙ্গে দারুণ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। মজা পেয়েছি, কোনো অভিজ্ঞতা কাঁদিয়েছে; কখনোবা বিচ্ছেদে মন খারাপ হয়েছে।’

কিছুদিন আগেই ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চূড়ান্ত কিস্তির শুটিং শেষ করেছেন স্যাডি। অভিনেত্রী জানান, শুটিংয়ের শেষ দিন তিনি কখনো ভুলতে পারবেন না। সেদিন এত কেঁদেছেন যে মনে হচ্ছিল অসুস্থ হয়ে পড়বেন। তরুণ এই অভিনেত্রী বলেন, সিরিজটি তাঁর জন্য এতটাই আবেগের যে নেটফ্লিক্সে প্রচারের সময় দেখতে পারবেন কি না, নিশ্চিত নন।

স্যাডি এখন প্রশংসা পাচ্ছেন নতুন মঞ্চনাটক ‘জন প্রোক্টর ইজ দ্য ভিলেন’–এর জন্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের রিভিউয়ে নাটকটিকে পাঁচে চার রেটিং দিয়েছে, স্যাডির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছে।

আরও পড়ুন

মার্কিন ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে আগামী ২০ মে মুক্তি পাবে স্যাডি অভিনীত নতুন সিনেমা ‘ও’ডেসা’। পোস্ট-অ্যাপোক্যালিপটিক মিউজিক্যাল ড্রামাটি তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অভিনেত্রী। তবে তিনি বেশি রোমাঞ্চিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে। তারকাবহুল বড় বাজেটের সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের গ্রীষ্মে।