‘বমশেল’ কেন বিশেষ
নিজের অভিনীত সব সিনেমার মধ্যে `বমশেল'কে (২০১৯) বিশেষ কারণে আলাদা রাখতে চান মার্গট রবি। কারণ, পরিচালক জে রোচের এ সিনেমায় অভিনয় করতে গিয়েই কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি সম্পর্কে জানতে পারেন এই অস্ট্রেলীয় অভিনেত্রী।
টিভি চ্যানেল ফক্স নিউজে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা নিয়ে তৈরি হয়েছিল বমশেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন মার্গট রবি। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী বলেন, বিষয়টি সম্পর্কে আগে তাঁর তেমন ধারণা ছিল না। কিন্তু সিনেমায় করতে গিয়ে মানুষের ধূসর দিক সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন।
সাক্ষাৎকরে নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়েও কথা বলেন রবি। জানান, ২০১৭ সালে আই, টোনিয়া করার পর মনে হয়েছে, অভিনয়টা তিনি ভালোই পারেন। নিজের ক্যারিয়ারে গোটা বিশেক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে নারী পরিচালকের সঙ্গে কাজ মাত্র একটি, মেরি কুইন অব স্কটস। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করলেন অভিনেত্রী, ‘নারী-পুরুষের কোনো ভেদাভেদ আমি করি না। ক্যামেরার পেছনে কে আছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’
এ প্রসঙ্গে মার্গট রবি আরও বলেন, মেরি কুইন অব স্কটস-এ জোসি রুর্ক দারুণ করেছেন। নারী হিসেবে ছবিটিতে তাঁর বিশেষ দর্শন প্রতিফলিত হয়েছে। কিন্তু বমশেল-এর পরিচালক তো পুরুষ, যে কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ও দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন।
সামনে আসছে মার্গট রবির বহুল প্রতীক্ষিত ইতিহাসনির্ভর কমেডি-ড্রামা সিনেমা ব্যাবিলন। ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত ছবিটি আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে। তারকাবহুল সিনেমাটিতে আরও আছেন ব্র্যাড পিট, টোবি ম্যাগুইর।