বক্স অফিসে আয়ে সেরা ১০ তারকা কারা
বক্স অফিসে এখন নারীর জয়জয়কার। আর তারই উজ্জ্বল প্রমাণ হলেন স্কারলেট জোহানসন। জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘ব্ল্যাক উইডো’র মাধ্যমে কোটি ভক্তের মন জয় করে নেওয়া এই অভিনেত্রী এখন বক্স অফিসে বিশ্বের সর্বোচ্চ আয়ের তারকা। আন্তর্জাতিকভাবে সিনেমা থেকে অর্জিত মোট আয় বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্র গবেষণাপ্রতিষ্ঠান দ্য নাম্বারস।
তালিকায় থাকা শীর্ষ ২০ তারকার মধ্যে ১৪ জনই যুক্ত হয়েছেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সঙ্গে। বাকি তারকারাও নিয়মিত অংশ হয়েছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যেমন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘মিশন ইমপসিবল’ এবং ‘স্টার ট্রেক’-এর ছবিতে।
তবে শুধু অ্যাকশনধর্মী বা সুপারহিরো সিনেমার জনপ্রিয়তাই নয়, এই তারকাদের অনেকেই তাঁদের অভিনয়দক্ষতার জন্য অস্কার মনোনয়নও পেয়েছেন। এ তালিকায় থাকা ২০ জনের মধ্যে ১২ জনই কমপক্ষে একবার করে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
চলতি বছর স্কারলেট জোহানসন পেছনে ফেলেছেন স্বয়ং স্যামুয়েল এল জ্যাকসন, ক্রিস প্র্যাট ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের। তিনি এ পর্যন্ত ৩৬টি ছবি করেছেন, যেগুলো তাঁকে পৌঁছে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্যিক সাফল্যের এই শিখরে।
১. স্কারলেট জোহানসন
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘ব্ল্যাক উইডো’, ‘আয়রনম্যান ২’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘জোজো র্যাবিট’, ‘লুসি’ ও ‘সিং’।
১৯৯০-এর দশকে টিনএজ বয়সে অভিনয় শুরু করেন স্কারলেট জোহানসন। তবে তাঁকে আজকের প্রজন্ম মনে রাখে মার্ভেল ইউনিভার্সের ‘ব্ল্যাক উইডো’ হিসেবে।
আটটি মার্ভেল ছবিতে তাঁর উপস্থিতি রয়েছে। এ ছাড়া ২০১৯ সালে তিনি দুটি অস্কার মনোনয়ন পান ‘ম্যারেজ স্টোরি’র জন্য সেরা অভিনেত্রী এবং ‘জোজো র্যাবিট’–এর জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এখন তিনি বক্স অফিসে দাপট দেখাচ্ছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমা দিয়ে।
২. স্যামুয়েল এল জ্যাকসন
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘পাল্প ফিকশন’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘স্পাইডার–ম্যান: ফার ফ্রম হোম’, ‘জুরাসিক পার্ক’, ‘স্টার ওয়ারস: পর্ব ’।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ছবির সবচেয়ে নির্ভরযোগ্য মুখ স্যামুয়েল এল জ্যাকসন। মার্ভেল ইউনিভার্সে নিক ফিউরি চরিত্রে তিনি ১১টি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্টার ওয়ার্স’–এর প্রিকুয়েল ট্রিলজিতে ছিলেন মেস উইন্ডুর চরিত্রে, আর ‘জুরাসিক পার্ক’-এর প্রথম কিস্তিতেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি। তবু অনেকের কাছে তিনি অমর হয়ে আছেন কুয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’-এর জুলস উইনফিল্ড চরিত্রে, যে চরিত্রের জন্য তিনি অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
৩. রবার্ট ডাউনি জুনিয়র
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘আয়রনম্যান’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘ওপেনহেইমার’, ‘শার্লক হোমস’।
২০০৮ সালে ‘আয়রনম্যান’ দিয়ে মার্ভেল ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল রবার্ট ডাউনি জুনিয়রের হাত ধরেই। এরপর একে একে ১০টির বেশি মার্ভেল ছবিতে টনি স্টার্কের চরিত্রে অভিনয় করে এই তারকা রীতিমতো আইকনে পরিণত হন। শেষবার তাঁকে দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ। এরপর তিনি অভিনয় করেন ‘ওপেনহেইমার’-এ, যার জন্য প্রথমবারের মতো অস্কার জেতেন। শোনা যাচ্ছে, আগামী বছর ‘অ্যাভেঞ্জার্স’–এর নতুন ছবিতে ভিক্টর ভন ডুম চরিত্রে তিনি ফিরছেন খলনায়ক হিসেবে।
৪. জোয়ি সালদানা
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভাটার’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘স্টার ট্রেক’, ‘এমিলয়া পেরেজ’।
হলিউডে যাঁর ছবিগুলো বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছে, সেই তালিকায় অন্যতম নাম জোয়ি সালদানা। ‘অ্যাভাটার’–এ নেইতিরি এবং মার্ভেলের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’তে গামোরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি বছর ‘এমিলিয়া পেরেজ’–এর জন্য তিনি পেয়েছেন তাঁর প্রথম অস্কার।
৫. ক্রিস প্র্যাট
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য লেগা মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রস মুভি’।
একসময় টেলিভিশনের কমেডি চরিত্র দিয়ে পরিচিত ছিলেন ক্রিস প্র্যাট। ২০১৪ সালে হঠাৎই তিনি হয়ে ওঠেন অ্যাকশন হিরো—একই বছরে মুক্তি পায় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এবং অ্যানিমেশন সিনেমা ‘দ্য লেগো মুভি’। এরপরই বক্স অফিসে রাজত্ব করতে শুরু করেন তিনি।
৬. টম ক্রুজ
শীর্ষ আয় করা ছবি: ‘টপ গান: ম্যাভেরিক’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। ‘টপ গান’, ‘জেরি ম্যাগুইয়ার’, ‘ব্রন অন দ্য ফোর্থ অব জুলাই’।
হলিউডের অ্যাকশন নায়কদের মধ্যে টম ক্রুজ এক অনন্য নাম। সুপারহিরো না হয়েও তিনি এই তালিকায় উঠে এসেছেন শুধু নিজের অভিনয় আর স্টান্ট-দক্ষতার জোরে। ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজের স্টান্ট নিজেই করার জন্য তিনি বিখ্যাত। তবে তাঁর অভিনয়ের ব্যাপ্তি শুধু অ্যাকশনেই সীমাবদ্ধ নয়। ‘ম্যাগনোলিয়া’, ‘জেরি ম্যাগুইয়ার’, ‘ব্রন অন দ্য ফোর্থ অব জুলাই’—এই তিন ছবির জন্য তিনি অস্কারে মনোনয়ন পেয়েছেন।
৭. ক্রিস হেমসওয়ার্থ
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘থর’ ফ্র্যাঞ্চাইজি, ‘দ্য অ্যাভেঞ্চার্স’, ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’, ‘স্টার ট্রেক’, ‘এক্সট্র্যাকশন’।
মার্ভেলের ‘থর’ চরিত্রে চারটি স্বতন্ত্র সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন ক্রিস হেমসওয়ার্থ। এ ছাড়া তিনি ছিলেন সব কটি ‘অ্যাভেঞ্চার্স’ ছবিতেও। মার্ভেল ছাড়াও তাঁকে দেখা গেছে ‘স্টার ট্রেক’, ‘ম্যাড ম্যাক্স’ ও ‘এক্সট্র্যাকশন’ ফ্র্যাঞ্চাইজিতে। আগামী বছর তিনি ফিরছেন ‘অ্যাভেঞ্জার্স’–এর নতুন কিস্তি দিয়ে।
৮. ভিন ডিজেল
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘দ্য আয়রন জায়ান্ট’।
ভিন ডিজেলের নাম উঠলেই চোখে ভেসে ওঠে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ডমিনিক টরেটোর ছবি। তাঁর আরেকটি পরিচিত ভূমিকা হলো ‘গ্রুট’—মার্ভেলের অতি জনপ্রিয় চরিত্র, যেটির জন্য তিনিই কণ্ঠ দিয়েছেন। ১৯৯০-এর দশকে নিজের লেখা ও পরিচালিত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল। পরে ‘সেভিং প্রাইভেট রায়ান’ ও ‘দ্য আয়রন জায়ান্ট’ সিনেমায় অভিনয় করে মেইনস্ট্রিম হলিউডে জায়গা করে নেন।
৯. ডোয়েইন জনসন
শীর্ষ আয় করা ছবি: ‘ফিউরিয়াস ৭’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি, ‘মোয়ানা’, ‘জুমানজি’, ‘ব্ল্যাক অ্যাডাম’, ‘রেড ওয়ান’।
‘দ্য রক’ নামেই বিশ্বজোড়া পরিচিত এই সাবেক রেসলার বড় পর্দায়ও তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতে লুক হোবস, ‘মোয়ানা’তে মাওয়ি এবং ‘জুমানজি’তে ড. স্মোল্ডার চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে রেসলার মার্ক কেরের জীবনীভিত্তিক ছবিতে।
১০. ক্রিস ইভানস
শীর্ষ আয় করা ছবি: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
উল্লেখযোগ্য অন্যান্য ছবি: ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘অ্যাভেঞ্জার্স’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘নাইভস আউট’, ‘মেটিরিয়ালিস্টস’।
মার্ভেল সিনেমার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সর্বাধিক পরিচিত ক্রিস ইভানস। এ ছাড়া তিনি ২০০৫ ও ২০০৭ সালের ‘ফ্যান্টাস্টিক ফোর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় হিউম্যান টর্চ চরিত্রে অভিনয় করেন এবং সম্প্রতি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ছবিতে একই চরিত্রে ফিরে আসেন। সুপারহিরো চরিত্র ছাড়াও তিনি অভিনয় করেছেন বং জুন হো, রিয়ান জনসনের ছবিতে।
তথ্যসূত্র: ভ্যারাইটি