এই প্রথম নয়, কয়েক বছর ধরেই নানা ধরনের ব্যবসার সঙ্গে জেনিফার লোপেজ। ইদানীং তিনি গান বা অভিনয়ের চেয়ে ব্যবসাতেই বেশি সময় দিচ্ছেন, এমন অভিযোগ আছে তাঁর ভক্তদের। নতুন দুই ব্র্যান্ড সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে লোপেজ বলেন, ‘এর মধ্যেই মুখের যত্নে আমাদের দুর্দান্ত কিছু পণ্য আছে। এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে নিয়ে আসছি শরীরের জন্য উপকারী কিছু পণ্য। ভোক্তারা শরীরের বিভিন্ন অংশের যত্নের জন্য প্রসাধন চান, কিন্তু এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না।’
এ ধরনের পণ্য নিয়ে আসা সারা জীবনের স্বপ্ন উল্লেখ করে লোপেজ আরও বলেন, ‘মা ত্বকের সমস্যা নিয়ে সংগ্রাম করেছেন, যার কোনো সমাধান পাননি। এ নিয়ে হতাশায় ভুগতেন তিনি। মনে আছে, মা ভাবতেন, জাদুকরী কিছু একটা ঘটবে আর সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো, এ ধরনের জাদু বলে কিছু নেই।’
এদিকে পণ্যের প্রচারণার সঙ্গে পোস্ট করা লোপেজর নগ্ন ছবি অন্তর্জালে ঝড় তুলেছে। তাঁর অনেক ভক্ত ৫৩ বছর বয়সেও এমন ফিটনেসের জন্য তাঁর তারিফ করেছেন।