আবার হাজির দুই বন্ধু

ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক
রয়টার্স

ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক দুই পুরোনো বন্ধু। চলচ্চিত্রে তাঁদের জুটির শুরুটা হয়েছিল ১৯৯৭ সালে, অস্কারজয়ী সিনেমা ‘গুড উইল হান্টিং’ দিয়ে। সময়ের ফেরে দুজনই পঞ্চাশ পেরিয়েছেন। তাঁদের বন্ধুত্ব অটুট আছে, পাশাপাশি অব্যাহত আছে একসঙ্গে কাজ করাও। নতুন ছবি ‘এয়ার’ মুক্তির আগে আবার আলোচনায় ম্যাট ও বেনের বন্ধুত্ব।

‘গুড উইল হান্টিং’-এর চিত্রনাট্যকার ছিলেন ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক। পর্দায় অভিনয়ও করেছিলেন তাঁরা। একসঙ্গে অভিনয় করেছেন আগামী ৫ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘এয়ার’-এও। ছবির অন্যতম দুই প্রযোজকও তাঁরা, বেন অ্যাফ্লেক ছবির পরিচালকও বটে।

‘এয়ার’ সিনেমার পোস্টার
আইএমডিবি থেকে নেওয়া

মুক্তির আগে নতুন ছবি ও বন্ধুত্ব নিয়ে ম্যাট ও বেন মুখোমুখি হন সিবিএস নিউজের, ‘এটা এমন সিনেমা যা আমরা করতে চাই। আইডিয়াটা হলো, আমরা একসঙ্গে সময় কাটাতে চাই, সেই আগের মতো, যখন থেকে আমরা বন্ধু; ফলে সময়ও কাটে, সিনেমাও হয়ে যায়,’ বলেন বেন। ‘একই সঙ্গে আমরা ৫০-এও পা দিয়েছি। বলতে চাইছি, আমরা সুড়ঙ্গের শেষটা দেখছি পাচ্ছি,’ ফোড়ন কাটেন ম্যাট। রসিকতা করে অ্যাফ্লেকও বলেন, ‘এর মানে, আমাদের হাতে খুব বেশি সময় নেই।’

দুই বন্ধু সম্প্রতি আর্টিস্ট ইকুইটি নামে প্রযোজনা সংস্থাও চালু করেছেন। এ প্রসঙ্গে অ্যাফ্লেক বলেন, ‘মনে হয়েছে এটার মাধ্যমে (প্রযোজনা সংস্থা) নিজেদের মতো করে আরও কিছু করা যেতে পারে। ভালো ব্যাপার হলো, এখনো প্রতিদিনই কাজ করতে ভালো লাগে। ম্যাটের সঙ্গে দেখা হওয়াটাও তো দারুণ ব্যাপার। ও তো জিনিয়াস, তাঁকে ছবিতে পাওয়া দুর্দান্ত ব্যাপার।’ দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব, কাজের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?

‘এয়ার’–এর একটি দৃশ্যে বেন অ্যাফ্লেক
আইএমডিবি থেকে নেওয়া

বেন বলেন, ‘সত্যি বলতে, সবচেয়ে বড় শিক্ষা হলো, টাকাই সব নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তো অবশ্যই নয়। আপনি আপনার পুরোটা জীবন টাকার পেছনে দৌড়াবেন, শেষ পর্যন্ত হয়তো অনেক টাকা থাকবে; কিন্তু সম্ভবত আপনি জীবনের অনেক কিছুই মিস করবেন। সারা জীবন ধরে আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে কাজ করেছি। জীবনে এর চেয়ে বেশি কিছু চাইনি।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘এয়ার’ স্পোর্টস ড্রামা ছবি। বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জুতাকে কেন্দ্র করে জনপ্রিয় ব্র্যান্ড নাইকি কীভাবে তাদের ব্যবসা দাঁড় করিয়েছে, তাই নিয়ে ছবিটির গল্প।

আরও পড়ুন

‘সাউথ বাই সাউথ’ উৎসবে প্রিমিয়ারের পর ব্যাপক প্রশংসিত হয়েছে ‘এয়ার’।