মাত্র একটি হিট সিনেমা; শাহরুখ খানের চেয়েও ধনী তিনি

যাঁর ঝুলিতে একটিমাত্র হিট সিনেমা; তবু টম ক্রুজ, শাহরুখ খান, ডোয়াইন জনসনের চেয়েও ধনী কমেডিয়ান জেরি সাইনফেল্ড। হিন্দুস্তান টাইমস অবলম্বনে তাঁকে নিয়ে জানা যাক।

১ / ৫
ফোর্বস ম্যাগাজিনের হিসেবে, জেরি সাইনফেল্ডের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান, হলিউডের ধনী অভিনেতাদের একজন তিনি
ছবি: রয়টার্স
আরও পড়ুন
২ / ৫
শাহরুখ খান (৭৭০ মিলিয়ন ডলার), টম ক্রুজ (৬০০ মিলিয়ন ডলার), ডোয়াইন জনসনের (৪০০ মিলিয়ন ডলার) মতো তারকাকে ছাড়িয়ে গেছেন সাইনফেল্ড
ছবি: রয়টার্স
৩ / ৫
তাঁকে চলচ্চিত্র খুব একটা দেখা যায় না। ক্যারিয়ারজুড়ে মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন জেরি। এর মধ্যে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেটেড সিনেমা ‘বি মুভি’–তে কাজ করেছেন। ছবিটি হিট করেছিল। আরেক সিনেমা ‘আনফ্রসটেড’ বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল
নেটফ্লিক্স থেকে
৪ / ৫
প্রশ্ন হলো, তাঁর এত অর্থের উৎস কী? নব্বই দশকের জনপ্রিয় সিটকম ‘সাইনফেল্ড’। সিটকমটির স্রষ্টা তিনি, মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন। সিটকম থেকে সিন্ডিকেশন রিভিনিউ হিসেবে কাঁড়ি কাঁড়ি ডলার পান তিনি। এই শো থেকেই তিনি ৭০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন
ছবি: রয়টার্স
৫ / ৫
তাঁকে নেটফ্লিক্সের কমেডি স্পেশাল ও ইন্টারভিউ শো ‘কমেডিয়ানস ইন কারস গেটিং কফি’তেও দেখা গেছে
ছবি: রয়টার্স
আরও পড়ুন