দুইবারের অস্কারজয়ী যখন বাজে অভিনেতা

লন্ডনে ‘এলভিস’–এর প্রিমিয়ারে টম হ্যাংকস
ছবি: রয়টার্স

দুয়ারে কড়া নাড়ছে অস্কার। রীতি মেনে একদিন আগেই ঘোষণা হলো রেজি। এই প্যারোডি পুরস্কারটিতে বাজে সিনেমা, অভিনয়শিল্পীদের ‘পুরস্কৃত’ করা হয়। তবে এবারের রেজিতে বড় চমক টম হ্যাংকস। গত শনিবার রাতে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে দুইবার অস্কারজয়ী এই অভিনেতাকে দেওয়া হয়েছে দুটি রেজি। খবর এএফপির

বাজে সিনেমার পুরস্কার হলে কী হবে, অস্কারের ঠিক আগেভাগে প্রদত্ত এই অ্যাওয়ার্ডটি ভালোই উপভোগ করেন সিনেমাপ্রেমীরা। রেজি কর্তৃপক্ষ নিজেদের বলে অস্কারের ‘আগলি কাজিন’। এবারের অস্কারে আট ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এলভিস। তবে মুক্তির পর থেকেই ছবিটিতে টম হ্যাংকসের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। রেজির ভোটাররা তাই বাজে পার্শ্ব–অভিনেতা হিসেবে হ্যাংকসকেই বেছেছেন। ছবিতে অদ্ভুত উচ্চারণ আর উপস্থিতির জন্য বাজে স্ক্রিন কম্বো ক্যাটাগরিতেও তাঁকে বেছে নেওয়া হয়েছে।

‘ব্লন্ড’ সিনেমার একটি দৃশ্য
আইএমডিবি থেকে নেওয়া

তার চেয়ে বড় কথা, জোড়া নয়, তিনটি রেজিও পেতে পারতেন হ্যাংকস। বাজে অভিনেতার ক্যাটাগরিতেও তিনি মনোনীত হয়েছিলেন কি না! তাঁকে অবশ্য বাঁচিয়ে দিয়েছেন জারেড লেটো, মরবিয়াস ছবিতে তাঁর পারফরম্যান্সের ‘স্বীকৃতি’ পেয়েছেন তিনি।

আরও পড়ুন

এবারের রেজির আরেক চমক বাজে অভিনেত্রীর ক্যাটাগরি। এই বিভাগে ১২ বছর বয়সী অভিনেত্রী রায়ান কিয়ারা আর্মস্ট্রংকে মনোনয়ন দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে রেজি কর্তৃপক্ষ। পরে অবশ্য তাঁকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত এই বিভাগে নিজেদেরই ‘পুরস্কৃত’ করে রেজি কর্তৃপক্ষ। সেটি গ্রহণ করে কর্তৃপক্ষ বলে, ‘চিয়ার্স, নতুন ভুল না করা পর্যন্ত এই অসম্মান গ্রহণ করলাম।’

৪৩তম রেজিতে সেরা বাজে সিনেমা হয়েছে ব্লন্ড। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মেরেলিন মনরোর বায়োপিকটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে এটিকেই সবচেয়ে বাজে সিনেমা হিসেবে বেছে নিয়েছে রেজি।