নতুন ‘মিশন: ইমপসিবল’ দেখে নির্মাতারই হার্ট অ্যাটাক অবস্থা
অ্যাকশন, গতি আর রুদ্ধশ্বাস স্টান্টে সিনেমাপ্রেমীদের কাছে সব সময়ই প্রিয় ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। আগামী ২৩ মে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’। নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারি জানিয়েছেন, ছবিটি দেখে তাঁর প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল।
এম্পায়ার সাময়িকীকে ম্যাককুয়ারি বলেন, ‘আমরা ছোট একটা প্রদর্শনী করেছিলাম। পুরো সময়ে আমার দমবন্ধ অবস্থা হয়েছিল, প্রায় হার্ট অ্যাটাক হওয়ার দশা আরকি।’
‘হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা’কে অবশ্য ইতিবাচকভাবে দেখছেন নির্মাতা। মনে হয়েছে, তাঁর যখন এই অবস্থা; এর অর্থ, ছবিতে সবকিছু হয়তো ঠিকঠাকই করেছেন তিনি।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘ডেড রেকনিং’-এর প্রথম কিস্তি, এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব। এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ। তাঁকে দেখা যাবে ভয়ংকর এক শত্রুর মুখোমুখি হতে।
তারকাবহুল এই ছবিতে টম ক্রুজ ছাড়াও আছেন হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগ প্রমুখ।
২০২১ সালে ‘ডেক রেকনিং’-এর দুই কিস্তির টানা শুটিং হয়। কোভিডসহ নানা কারণে বারবার বিলম্বিত হয়েছে শুটিং। অবেশেষ গত বছরের নভেম্বরে শেষ হয় ছবিটির শুটি