৯৫তম অস্কারে পুরস্কার জিতলেন কারা

অস্কারে গুরুত্বপূর্ণ শাখায় পুরস্কার জয়ীরা
এএফপি
গত রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। পূর্বানুমান সত্যি করে অস্কারে বাজিমাত করেছে গত বছরের আলোচিত সিনেমা ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’। ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া ছবিটি জিতেছে আসরের সর্বোচ্চ সাত পুরস্কার। এবারের অস্কার সুসংবাদ বয়ে এনেছে ভারতের জন্যও। তিন মনোনয়নের মধ্যে দুটিতেই পুরস্কার জিতেছে দেশটি।
সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মিশেল ইয়ো
এএফপি

একনজরে দেখে নেওয়া যাক ৯৫তম অস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের তালিকা—
সেরা ছবি: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)

সেরা অভিনেতার পুরস্কার হাতে ব্রেন্ডন ফ্রেজার
রয়টার্স

সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)

পুরস্কার হাতে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নির্মাতা এডওয়ার্ড বার্গার
এএফপি

সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি
সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’, ভারত
সেরা তথ্যচিত্র: ‘নাভালনি’, যুক্তরাষ্ট্র
সেরা মৌলিক গান: ‘নাটু নাটু’ (আরআরআর)
সেরা মৌলিক আবহসংগীত : ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

অস্কার হাতে এম এম কিরাবানি ও চন্দ্রবোস
এএফপি

সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিশেন ছবি : ‘গুয়ের্মো দেল তোরো পিনোচিও’
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি: ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’
সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’

আরও পড়ুন

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ‘ওমেন টকিং’
সেরা মৌলিক চিত্রনাট্য : ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
সেরা প্রোডাকশন ডিজাইন: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

আরও পড়ুন

সেরা চিত্রগ্রহণ: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা কস্টিউম ডিজাইন: ‘ব্ল্যাক প্যান্থার: ওকান্ডা ফরএভার’
সেরা ভিজুয়্যাল ইফেক্টস: ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
সেরা সম্পাদনা: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
সেরা মেকআপ ও চলসজ্জা: ‘দ্য হোয়েল’
অ্যাচিভমেন্ট ইন সাউন্ড: ‘টপ গান: ম্যাভেরিক’