মনোনয়ন না পেয়ে দুঃখ নেই রবির

মার্গো রবি। রয়টার্স

গ্রেটা গারউইগের ‘বার্বি’ ছিল গত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। সিনেমাটিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা, সমালোচকদের প্রশংসা—সবই পেয়েছেন মার্গো রবি। ‘বার্বি’র কল্যাণে গোল্ডেন গ্লোব, সেগ, বাফটা থেকে সব বড় উৎসবেই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী। তবে অস্কার মনোনয়ন ঘোষণা এসেছে বড় চমক হয়ে।

আরও পড়ুন

কারণ, সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় নেই মার্গো রবির নাম! এর পর থেকেই প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী ও ‘বার্বি’ সিনেমার ভক্তরা। তবে সম্প্রতি সেগ-আফট্রার এক আলোচনায় রবি বলেছেন, অস্কারে মনোনয়ন না পেয়ে তিনি দুঃখিত নন।

বিষয়টি ব্যাখ্যা করে অস্ট্রেলিয়ান তারকা আরও বলেন, ‘এতে দুঃখ পাওয়ার কী আছে! আপনার যখন নিজের সম্পর্কে ধারণা থাকবে, তখন সবকিছু আশীর্বাদ মনে হবে।’

মার্গো রবি। এএফপি

গত বছর মুক্তির আগে ও পরে বার্বি যেভাবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।

মার্গো রবি মনে করেন, গত বছর অনেকগুলো ভালো সিনেমা মুক্তি পেয়েছে।
মনোনয়ন না পাওয়া তাই তাঁকে অবাক করেনি। তিনি বরং কিছুটা দুঃখিত গ্রেটা গারউইগ সেরা পরিচালক হিসেবে মনোনয়ন না পাওয়ায়। ‘আমার মনে হয়, গ্রেটা অবশ্যই মনোনয়ন পেতে পারতেন। তিনি যা করেছেন (‘বার্বি’), সেটা ক্যারিয়ারে কেউ একবারই করতে পারেন।’

মার্গো রবি না পেলেও ‘বার্বি’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ও অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন আমেরিকা ফেরেরা ও রায়ান গসলিং। দুই সহকর্মীর জন্য শুভকামনা জানান রবি। একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, বার্বি এখন কেবল সিনেমাই নয়, এটা জনসংস্কৃতির অংশ হয়ে গেছে। এটা এতটাই প্রভাব ফেলেছে যে বার্বিকে স্রেফ সিনেমা বললে ভুল হবে।

‘বার্বি’র ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিং
ছবি: আইএমডিবি

এবারের অস্কারের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং, লিলি গ্ল্যাডস্টোন, স্যান্ডা হলার, ক্যারি মুলিগান ও এমা স্টোন। আগামী ১১ মার্চ ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসবে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।