এই গ্রহের সবচেয়ে রূপবতী নারীর নাম সালমা হায়েক...

২৩ বছর বয়সে অভিনয়ে নাম লেখান তিনি। শুরুতেই আসেন আলোচনায়। তাঁর গ্ল্যামার ও অভিনয় কাঁপিয়েছে বিশ্বকে। একসময় তাঁর ভক্তরা ঠিক এভাবে বলতেন, ‘এই গ্রহের সবচেয়ে রূপবতী নারীর নাম সালমা হায়েক।’ আজ সেই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর সম্পর্কে জেনে নিতে পারেন জানা–অজানা কথাগুলো।
১ / ৬
তাঁর বেড়ে ওঠা ছিল মেক্সিকোতে। সেখানে একটি টেলিভিশন সিরিজে নাম লিখিয়েই তিনি নবাগত হিসেবে নজর কাড়েন। পেয়ে যান পুরস্কার। অভিনয়ের দক্ষতা ও রূপের প্রশংসায় এরপর আর থেমে থাকতে হয়নি সালমাকে। এএফপি
২ / ৬
মেক্সিকোতে বেড়ে ওঠায় তিনি ভালো ইংরেজি বলতে পারতেন না। হলিউডে এসে তিনি ইংরেজিতে দক্ষতা অর্জন করেন। কারণ, হলিউডে জায়গা করে নেওয়ার জন্য ইংরেজি জানার কোনো বিকল্প ছিল না। ছবি: এএফপি
৩ / ৬
‘ফ্রিদা’, ‘ডেসপেরাদো’, ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’, ‘ডগমা’খ্যাত এই অভিনেত্রী ‘ডেসপেরাদো’ সিনেমা দিয়ে হলিউডে জায়গা করে নেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
একসময় উচ্চতা নিয়ে তাঁকে কথা শুনতে হয়েছে। তাঁর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। এই নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি হয়তো শারীরিক উচ্চতায় খাটো; কিন্তু কখনোই আমি এমন অভিনয় করি না যে আমি লম্বা।’
ছবি: এএফপি
৫ / ৬
এই অভিনেত্রীর স্বামী ফ্রঁসোয়া-অঁরি পিনো। ২০০৯ সালে তাঁরা বিয়ে করেন। পিনো বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের স্বত্বাধিকারী। বর্তমানে তিনি ২১ বিলিয়ন ডলারের মালিক।
ছবি: এএফপি
আরও পড়ুন
৬ / ৬
এই অভিনেত্রী ব্যক্তিগতভাবে ২০০ মিলিয়ন ডলারের মালিক। তিনি ‘ইটারন্যালস’ সিনেমা থেকে ২০২১ সালে সাড়ে ৭ কোটি ডলার পারিশ্রমিক নিয়েছিলেন, যা ছিল নারী শিল্পী হিসেবে একটি রেকর্ড।
ছবি: এএফপি