থেমে গেল ‘ব্যাটম্যান’-এর কণ্ঠ

‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ কণ্ঠ দিয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছিলেন কেভিন কনরয়
ছবি : টুইটার

মূলত তিনি ছিলেন অন্তরালের তারকা। পর্দায় চেহারা না দেখিয়েও জনপ্রিয় হওয়া যায়, এর সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত তিনিই ছিলেন। ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ কণ্ঠ দিয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছিলেন। সেই নেপথ্য কণ্ঠশিল্পী কেভিন কনরয় মারা গেছেন। ১০ নভেম্বর নিউইয়র্কে মৃত্যু হয় এই শিল্পীর। ৬৬ বছর বয়সী কনরয় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রচারিত হয় ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’। টিভি সিরিজের ৪০০ পর্ব ছাড়াও ১৫টি চলচ্চিত্রে ব্যাটম্যান চরিত্রে কন্ঠ দিয়েছেন তিনি। আট দশকের ‘ব্যাটম্যান’ সিনেমা, সিরিজের ইতিহাসে তাঁর চেয়ে বেশি এই চরিত্রের সঙ্গে আর কোনো শিল্পীর যোগ নেই।

কেভিন কনরয়
ছবি : টুইটার

‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ জোকার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মার্ক হ্যামিল। এক বিবৃতিতে হ্যামিল বলেন, ‘কয়েক প্রজন্ম তাঁকে ব্যাটম্যান হিসেবেই চেনে। তিনিই ছিলেন চরিত্রটিতে কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তাঁকে সব সময়ই ব্যাটম্যান হিসেবে মনে রাখব।’

আরও পড়ুন

১৯৫৫ সালের ৩০ নভেম্বর নিউইয়র্কে জন্ম হয় কেভিন কনরয়ের। ১৯৮০-এর দশকে টিভিতে কাজ করার জন্য ক্যালিফোর্নিয়ায় চলে আসেন কেভিন। মঞ্চে কাজ শুরু করেন। আশির দশকে টিভিতেও কাজ শুরু করেন।

কেভিন কনরয়
ছবি : টুইটার

তবে ‘ভয়েস আর্টিস্ট’ বা নেপথ্যে কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’ দিয়ে। এই এক সিরিজই তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। একের পর এক ব্রুস ওয়েন তথা ব্যাটম্যান চরিত্রে কণ্ঠ দিতে থাকেন।

সর্বশেষ তিনি গত বছর ‘হি-ম্যান অ্যান্ড দ্য মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ সিরিজে কণ্ঠ দিয়েছেন।

আরও পড়ুন