নতুন চ্যালেঞ্জ নিয়ে মেইজি
বয়স মোটে ২৬, তবে এই বয়সেই দুনিয়াজুড়ে তারকাখ্যাতি পেয়েছেন মেইজি উইলিয়ামস। যার বড় কৃতিত্ব টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর। তবে আলোচিত সেই সিরিজ এখন অতীত; ব্রিটিশ অভিনেত্রী এখন শিরোনামে নতুন সিরিজ ‘দ্য নিউ লুক’ দিয়ে। ১৪ ফেব্রুয়ারি অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে সিরিজটির তিন পর্ব, ২১ ফেব্রুয়ারি এসেছে চতুর্থটি। বাকি পর্বগুলো আগামী ৩ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে মুক্তি পাবে। সম্প্রতি পিপল সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে সিরিজটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
টড এ কেসলারের ১০ পর্বের সিরিজটি তৈরি হয়েছে ফরাসি ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওর জীবন অবলম্বনে। যেখানে ক্রিশ্চিয়ানের বোন ক্যাথেরিন ডিওর চরিত্রে অভিনয় করেছেন মেইজি।
সিরিজটিতে তাঁকে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণীর চরিত্রে। অভিনেত্রী জানান, চরিত্রটিতে অভিনয় তাঁর জন্য কতটা চ্যালেঞ্জের ছিল। ‘মানসিকভাবে চাঙা থাকাটা খুব জরুরি ছিল।
মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে আমি প্রচুর যোগব্যায়াম আর ধ্যান করেছি; সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখাও এ প্রক্রিয়ার অংশ ছিল। আমি ওই সময়ের ইতিহাস জানি, তখনকার মানুষের সঙ্গে কী হয়েছিল, সেটা মনে হতেই শিউরে উঠি। ঘটনাটি মানবসভ্যতারই অন্ধকার অংশ।’
চরিত্রটিতে অভিনয়ের জন্য ওজন কমাতে হয়েছে অভিনেত্রীকে। শারীরিক ও মানসিক প্রস্তুতি মিলিয়ে দীর্ঘ সময় গেছে অভিনয়ের আগে। তবে মেইজি জানান, সবই তিনি করেছেন বিশেষজ্ঞের পরামর্শ মেনে। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত আমি দারুণ কিছু মানুষের সাহায্য পেয়েছি। কাজের পুরোটা সময় নিজেকে নিরাপদ মনে হয়েছে। শুটিংয়ের সময় এমনও সময় গেছে, আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। তারপরও এ ধরনের কাজ করার জন্য যেকোনো শিল্পীই মুখিয়ে থাকেন।’
এ সিরিজ ছাড়াও চলতি বছর মেইজিকে বেশ কয়েকটি চলচ্চিত্র ও সিরিজে দেখা যাবে। অভিনেত্রী নিজে চান ‘গেম অব থ্রোনস’-এর খ্যাতি পেছন ফেলে নতুন পরিচয়ে সামনে এগিয়ে যেতে।