‘আরআরআর’ তো আছেই, গোল্ডেন গ্লোবের অন্য পুরস্কারগুলো জিতল কারা

সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, ছবিতে সিনেমাটির পাত্রপাত্রীরা
রয়টার্স

ঘোষণা করা হলো ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কার। আজ বুধবার বাংলাদেশ সময় সকালে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে এ মনোনয়ন ঘোষণা করা হয়, যেখানে সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। এ ছাড়া সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে ‘অ্যাবট এলিমেন্টারি’। এবারের গোল্ডেন গ্লোবে বড় চমক এস এস রাজামৌলির ‘আরআরআর’। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বেস্ট মোশন পিকচার—ফরেন ল্যাঙ্গুয়েজে মনোনয়ন পেয়ে পুরস্কার না জিতলেও ঠিকই জিতেছে বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে।

পুরস্কার হাতে ‘দ্য ফেবলম্যানস’ পরিচালক স্টিভেন স্পিলবার্গ
রয়টার্স

একনজরে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কার

ফিল্ম
বেস্ট মোশন পিকচার—মিউজিক্যাল ও কমেডি
‘দ্য বানশিজ অব ইনিশেরিন’
বেস্ট মোশন পিকচার—ড্রামা
‘দ্য ফেবলম্যানস’
বেস্ট মোশন পিকচার—ফরেন ল্যাঙ্গুয়েজ
‘আর্জেন্টিনা, ১৯৮৫’

বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার—মিউজিক্যাল ও কমেডি পুরস্কার পেয়েছে কলিন ফেরেল
রয়টার্স

বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার—মিউজিক্যাল ও কমেডি
কলিন ফারেল, ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’

বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার—ড্রামা
অস্টিন বাটলার, ‘এলভিস’

‘টার’–এর জন্য ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হয়েছেন কেট ব্লাঞ্চেট
রয়টার্স ফাইল ছবি

বেস্ট অ্যাকট্রেস ইন মোশন পিকচার—ড্রামা
কেট ব্লাঞ্চেট, ‘টার’
বেস্ট অ্যাকট্রেস ইন মোশন পিকচার—মিউজিক্যাল অর কমেডি
মিচেল ইয়ো, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
বেস্ট ডিরেক্টর—মোশন পিকচার
স্টিভেন স্পিলবার্গ, ‘দ্য ফেবলম্যানস’

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেট
রয়টার্স

বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার
কি হি কুয়ান, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’
বেস্ট অ্যাকট্রেস ইন আ সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার
অ্যাঞ্জেলা বাসেট, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’
বেস্ট অরিজিন্যাল সং—মোশন পিকচার
‘নাট্টু নাট্টু’, ‘আরআরআর’

‘হাউস অব দ্য ড্রাগন’–এর পাত্রপাত্রীরা
রয়টার্স

টেলিভিশন
বেস্ট টেলিভিশন সিরিজ—ড্রামা
‘হাউস অব দ্য ড্রাগন’
বেস্ট টেলিভিশন সিরিজ—মিউজিক্যাল অর কমেডি
‘অ্যাবট এলিমেন্টারি’

‘ইউফোরিয়া’র জন্য ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হয়েছেন জেনডায়া
এএফপি ফাইল ছবি

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আর টেলিভিশন সিরিজ—ড্রামা
জেনডায়া, ‘ইউফোরিয়া’
বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আর টেলিভিশন সিরিজ-ড্রামা
কেভিন কস্টনার, ‘ইয়েলোস্টোন’
বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আর টেলিভিশন সিরিজ—মিউজিক্যাল অর কমেডি
জেরেমি অ্যালেন হোয়াইট, ‘দ্য বিয়ার’

‘অ্যাবট এলিমেন্টারি’ অভিনেত্রী কুইন্টা ব্রানসন
রয়টার্স

বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আর টেলিভিশন সিরিজ—মিউজিক্যাল অর কমেডি
কুইন্টা ব্রানসন, ‘অ্যাবট এলিমেন্টারি’
বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন
‘দ্য হোয়াইট লোটাস’

আরও পড়ুন
আরও পড়ুন