বয়স, বাচ্চা নিয়েই বেশি কথা শুনতে হয় এই অভিনেত্রীকে

পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক অন্য রকম গাম্ভীর্য আর অভিনয়ের নিপুণতা। তিনি যেমন ‘দ্য লেফটওভারস’-এ শোকাতুর নোরার চরিত্রে দর্শককে কাঁদিয়েছেন, তেমনি ‘গন গার্ল’ বা ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় নিজের জাত চিনিয়েছেন। বলছি হলিউড অভিনেত্রী কেরি কুনের কথা। আজ এই তারকার জন্মদিন। এই অভিনেত্রীকে প্রায়ই ব্যক্তিগত নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেগুলো দেখে নিতে পারেন ছবিতে।
১ / ৫
প্রথমত তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয় বয়স ও জন্মসাল প্রসঙ্গ নিয়ে। কেরি কুন ১৯৮১ সালের ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের আজকের এই দিনে তাঁর বয়স হলো ৪৫ বছর।
ছবি: আইএমডিবি
২ / ৫
তাঁর বিয়ে নিয়েও নিয়মিত ভক্তরা নানা প্রশ্ন জানতে চান। এই অভিনেত্রী ক্যারিয়ারের শুরুর দিকেই মার্কিন অভিনেতা ও পুলিৎজার পুরস্কার বিজয়ী নাট্যকার ট্রেসি লেটসকে বিয়ে করেন। তাঁদের বিয়ের গল্পটি বেশ চমকপ্রদ—ট্রেসির জরুরি পিত্তথলির অপারেশনে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় স্বামীর অপারেশনের পরে হাসপাতালেই তাঁরা বিয়ে করেছিলেন।
ছবি: আইএমডিবি
৩ / ৫
তাঁর চেহারায় কোনো কৃত্রিমতা আছে কি না? এসব নিয়েও প্রশ্ন শুনতে হয়। হলিউডের অনেক তারকা যখন বয়স লুকাতে বোটক্স বা কসমেটিক সার্জারির সাহায্য নেন, কেরি কুন সেখানে ব্যতিক্রম। তিনি বিশ্বাস করেন, ‘স্বাভাবিক বয়সের ছাপ তাঁর অভিনয়কে আরও বাস্তবসম্মত করে তোলে।’
ছবি: আইএমডিবি
৪ / ৫
দুই সন্তানের এই জননীকে ভক্তরা বিভিন্ন সময় উচ্চতা নিয়েও প্রশ্ন করেন। তাঁর উচ্চতা মূলত ৫ ফিট ৫ ইঞ্চি। ক্যারিয়ারের শুরুর দিকে এমন উচ্চতা নিয়ে দোটানায় থাকলেও পরে উচ্চতা কোনো বাধা হয়নি।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চে সফলতার পরে তিনি সিনেমা ও সিরিজে নাম লেখান। স্বীকৃতি হিসেবে তিনি এমিতে তিনবার মনোনয়ন পেয়েছেন, একবার পেয়েছেন গোল্ডেন গ্লোব মনোনয়ন। বর্তমানে তিনি ‘দ্য গিলডেড এজ’ ও ‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
ছবি: আইএমডিবি