মায়ের সঙ্গে কাঁচাবাজার করতে আসছি...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। গায়ক ইমরান, অভিনয়শিল্পী মিশা সওদাগর, নাদিয়াদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
গায়ক ইমরান মাহমুদুল গিয়েছিলেন কাঁচা বাজারে। সেই বাজার থেকে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মায়ের সঙ্গে কাঁচা বাজার করতে আসছি, দারুণ এক অনুভূতি।’
ফেসবুক থেকে
২ / ৫
২. নাটকের শুটিং নিয়ে ব্যস্ত অভিনয়শিল্পী কেয়া পায়েল। তিনি ফেসবুকেও সরব থাকেন। ছবিটি নিয়ে লিখেছেন, ‘কোন মানুষটার মেসেজ পেলে আপনার মন ভালো হয়ে যায়?’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
শুটিং ইউনিট থেকে ছবিটি পোস্ট করে অভিনেত্রী নাদিয়া খানম লিখেছেন, ‘একটু হাওয়া, একটু রোদ, আর আমি।’
ফেসবুক থেকে
৪ / ৫
গতকাল ছিল শাহরুখ খানের জন্মদিন। আজ তাঁর সঙ্গে কোলাজ(এআই) ছবিটি পোস্ট করে মজা করে গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, ‘ডুয়েট গান গাইলেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং কিং অব রোমান্স শাহরুখ। ছবিটি তুলেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠিমনি আনোয়ার।’
ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
খল অভিনেতা মিশা সওদাগর সব সময়ই ফেসবুকে সরব থাকেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জীবনে বিলাসিতা পেছনে থাক, বাস্তবতা সম্মুখে এগিয়ে যাক।’
ছবি: ফেসবুক থেকে