বাংলাদেশি শিল্পীদের ‘শুরুয়াত’ পুরস্কার পায়নি, যারা পেয়েছে এ পুরস্কার

ঢাকার দুই শিল্পী নাশিদ কামাল ও আরমীন মুসা; সম্পর্কে তাঁরা মা ও মেয়েছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়নের তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের নাম তুলে চমক দেখিয়েছেন ঢাকার দুই শিল্পী নাশিদ কামাল ও আরমীন মুসা; সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। ভারত থেকে প্রকাশিত তাঁদের দলগত অ্যালবাম ‘শুরুয়াত’ গ্র্যামির এবারের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছিল। মনোনয়ন পাওয়ার পর থেকেই অপেক্ষায় দিন গুনেছেন শ্রোতারা, তবে শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ল না।

বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গান, শিল্পীদের নাম ঘোষণা করেন আয়োজকেরা। এতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে সেরার পুরস্কার পেয়েছে জাপানের অ্যালবাম ‘সাকুরা’। পুরস্কারটি হাতে তুলে নিয়েছেন জাপানি সুরকার মাসা তাকুমি।
এ বিভাগে ‘শুরুয়াত’, সাকুরা ছাড়াও ‘লাভ দামিনি’, ‘কুইন অব সেবা’ ও ‘বিটুইন আস’ নামে আরও তিনটি অ্যালবাম মনোনয়ন পেয়েছিল।

আরমীন মুসা ও নাশিদ কামাল
ছবি: সংগৃহীত

‘শুরুয়াত’ অ্যালবামে নজরুলসংগীতশিল্পী নাশিদ কামালের কথায় নিজের সুরে ‘জাগো পিয়া’ গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আরমীন মুসা। সনি মিউজিকের পরিবেশনায় গত বছরে এই অ্যালবামে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশের মতো নামি সুরকার-শিল্পীদের ১০টি গান রয়েছে।
জ্যাজ, ব্লুজ, লোক, শাস্ত্রীয়, আধুনিকসহ সব ধরনের গান করছেন আরমীন মুসা। কয়েক বছর আগে বার্কলে কলেজ অব মিউজিক থেকে প্রথম বাংলাদেশি হিসেবে স্নাতক করেন তিনি। এবার সেই কলেজ থেকে তৈরি অ্যালবামের গাওয়া গান জায়গা পেয়েছে গ্র্যামিতে। ‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অনসম্বল’ অ্যালবামে আরমীনের গাওয়া ‘জাগো পিয়া’ শিরোনামের গানের কথা লিখেছেন তাঁর মা নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল।

আরমীন মুসা
ছবি: সংগৃহীত

বার্কলে কলেজ অব মিউজিকের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের মিলিত উদ্যোগ ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’। এখান থেকে সারা বিশ্বের শিল্পীরা সংগীত নিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ করে থাকেন। তারই একটি প্রকল্প হচ্ছে ‘শুরুয়াত’ অ্যালবামটি।
কয়েক বছর আগে ‘ঘাসফড়িং কয়্যার’ নামে একটি গানের দল গড়ে তোলেন আরমীন। এ ক্লাবের আট সদস্য নিয়ে অভিজ্ঞতা অর্জনে বার্কলে কলেজ অব মিউজিকের ‘বার্কলে ইন্ডিয়া এক্সচেঞ্জ’ শিরোনামের পাঁচ দিনের এক কর্মশালায় অংশ নেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন