নাচ নিয়ে পোল্যান্ডে

রিয়েলিটি শো সেরা নাচিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ান ইভানা
ছবি : সংগৃহীত

অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও পারসা ইভানার বিনোদন অঙ্গনের শুরুটাই হয় নাচ দিয়ে। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ান ইভানা এবার নাচের অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়ে পোল্যান্ড যাচ্ছেন। ১৩ সেপ্টেম্বর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পাঁচ দিনের সেই আয়োজন শেষে ঢাকায় ফিরবেন তিনি। ইভানা জানালেন, পোল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘১২তম কালচারাল ফোক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা আসবেন। তাঁরা নিজ নিজ দেশের ঐতিহ্য-সংস্কৃতি উপস্থাপন করবেন। বাংলাদেশ থেকে তিনি এবং আমাদের নাচের দল যাচ্ছি।’

পারসা ইভানার বিনোদন অঙ্গনের শুরুটাই হয় নাচ দিয়ে
ছবি : সংগৃহীত

পারসা জানালেন, উৎসব হলেও সেখানে থাকছে প্রতিযোগিতা বিভাগ। অর্থাৎ নৃত্যের পরিবেশনা দেখিয়ে পুরস্কার জেতার সুযোগও পাবেন শিল্পীরা।

মাত্র চার বছর বয়সে চট্টগ্রামের মেয়ে পারসা ইভানার নৃত্যে হাতে খড়ি। এরপর দেশ-বিদেশে বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ক্ল্যাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ের পুরস্কার পর্যন্ত পেয়েছেন। ২০১৯ সালে সর্বশেষ ওমানে নাচের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তিনি।

পারসা ইভানা
ছবি : সংগৃহীত

কীভাবে পোল্যান্ডের এই উৎসবের সঙ্গে যুক্ত হলেন—এমন প্রশ্নের জবাবে পারসা ইভানা বললেন, ‘আমরা আগে থেকেই শিল্পকলা একাডেমি ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করি। আর আমাদের দলপ্রধান লিমা আপু দেশের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। মূলত তিনিই এই উৎসবের আমন্ত্রণ পেয়েছেন। তাঁর দলের সদস্য হিসেবে আমরা সবাই যাচ্ছি।’

পারসা ইভানা
ছবি : সংগৃহীত

পারসা ইভানা জানান, আপাতত পোল্যান্ড ট্যুরের জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। বললেন, ‘নাচ নিয়ে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে পারাটা ভীষণ গৌরবের। বরাবরের মতো এবারও দারুণ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব ভাবছি। আমাদের উৎসব পাঁচ দিনের, তারপর হয়তো দুই–তিন দিন ঘুরব। এরপর ঢাকায় ফিরে আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব।’

আরও পড়ুন