মুখে মেছতার দাগ নিয়ে যা শুনতে হয়েছিল অস্কারজয়ী অভিনেত্রীকে

চার দশকের ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন—অভিনয় মানেই মানবমনের নিখুঁত অন্বেষণ। নানা চরিত্রে সেই চিত্র ফুটে তুলেছেন। হলিউডের সেই জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে একজন জুলিয়ান মুর। আজ ৩ ডিসেম্বর এই অভিনয়শিল্পীর জন্মদিন। ছবিতে দেখে নিতে পারেন এই অভিনেত্রীর জানা–অজানা কথা।
১ / ৬
শৈশবটা ভালো কাটেনি অভিনেত্রী জুলিয়ান মুরের। স্কুলে বুলিংয়ের শিকার হতে হয়েছে। তবে এসব ঘটনাকে কখনোই গুরুত্ব দিতেন না। এমনকি এ ঘটনা এই অভিনেত্রীকে আরও সাহসী করে তুলেছিল।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
বাবার চাকরিসূত্রে জুলিয়ানকে ৯ বার স্কুল পরিবর্তন করতে হয়। শৈশবে তাঁর মুখে ছিল মেছতার দাগ। মূলত এটা নিয়েই তাঁকে বুলিংয়ের শিকার হতে হয়। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাকে স্কুলে ছেলেমেয়েরা “স্ট্রবেরি” (স্ট্রবেরির মতো ছোপ ছোপ দাগ আছে যার মুখে) বলে খ্যাপাত।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
একসময় বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিষয়ে পড়াশোনার পাট চুকিয়ে কাজ করেছেন রেস্তোরাঁর খাবার পরিবেশক হিসেবে। তখনো জানতেন না অভিনয়ে তাঁর ঝলমলে একটি ক্যারিয়ার রয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
পরবর্তী সময়ে তিনি টিভি সিরিজ আর চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। ২৯ বছর বয়সে প্রথম সিনেমায় নাম লেখান। কিন্তু হলিউডে জায়গা করে নিতে বেশ সময় লেগেছে। সেই ওপরে ওঠার সিঁড়িতে তাঁকে সবচেয়ে বেশি সহায়তা করছেন পরিচালকেরা। গুণী পরিচালকদের সঙ্গে বিখ্যাত সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
১৯৯৮ সাল থেকে তিনি অস্কারে মনোনয়ন পাওয়া শুরু করেন। চারবার মনোনয়নের পর পঞ্চমবারে হাতে তোলেন অস্কার। ‘স্টিল অ্যালিস’ তাঁকে অস্কার এনে দেয়। সেই পুরস্কার হাতে তিনি বলেছিলেন, ‘একটা প্রবন্ধে পড়েছিলাম, অস্কার পেলে নাকি মানুষের আয়ু বাড়ে। একাডেমি অ্যাওয়ার্ডকে ধন্যবাদ আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য। কারণ, আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট!’
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন
৬ / ৬
তিনি শৈশবের ঘটনা নিয়ে বইও লিখেছেন। এ বইয়ের নাম ছিল ‘ফ্রেকেলফেস স্ট্রবেরি!’ তাঁর লেখা প্রথম বই-ই ছিল নিউইয়র্ক টাইমসের ‘সর্বোচ্চ বিক্রি’র তালিকায়।
ছবি: ইনস্টাগ্রাম