ফেব্রুয়ারিতে কী দেখবেন, কোথায় দেখবেন

ফেব্রুয়ারি মাসে ওটিটিতে মুক্তি পাবে বেশ কয়েকটি সিনেমা, সিরিজ। এর মধ্যে রইল বহুল প্রতীক্ষিত ১০টির তালিকা। ভালোবাসা দিবস থাকায় চলতি মাসে দেখা যাবে রোমান্টিক কয়েকটি সিনেমা, সিরিজ।

‘দ্য হোয়াইট লোটাস’–এর দৃশ্য। আইএমডিবি

‘লাভ ইউ টু ডেথ’, অ্যাপল টিভি প্লাস
রাউল সদ্যই জানতে পেরেছে, সে ক্যানসারে আক্রান্ত। মার্তার অবশ্য সুখবর আছে, সে মা হতে চলেছে। স্কুলের এক সহপাঠীর শেষকৃত্য অনুষ্ঠানে পরিচয় হয় রাহুল ও মার্তার। এরপর বন্ধুত্ব; দুজনের সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে এই স্প্যানিশ সিরিজ। সাত পর্বের রোমান্টিক, ড্রামা সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ভেরোনিকা এচেগুই, লেটিসিয়া ডোলেরা। এটি পরিচালনা করেছেন ডানি ডে লা ওরডেন ও ওরিওল পেরেজ আলকারেজ। এটি মুক্তি পাবে ৫ ফেব্রুয়ারি।

‘দ্য গ্রেটেস্ট রাইভালারি: ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান’–এর পোস্টার। আইএমডিবি

‘দ্য গ্রেটেস্ট রাইভালারি: ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান’, নেটফ্লিক্স
‘দুটি জাতি। একটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা। ১৬০ কোটির প্রার্থনা।’ গত মাসে পোস্টার প্রকাশ করে এমন ক্যাপশন দিয়েছিল নেটফ্লিক্স। ক্যাপশনটি কতটা যথাযথ, সেটা আপনি যদি ক্রিকেটভক্ত হন, তাহলে ভালোই জানা থাকার কথা। রাজনৈতিক কারণে এখন দ্বিপক্ষীয় প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানের খেলা যায় না, ভরসা কেবল আইসিসির টুর্নামেন্ট। তবে এই দুই দল মাঠে নামলে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের এই বহুলচর্চিত দ্বৈরথ নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্র। ৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে। তথ্যচিত্রটিতে দেখা যাবে সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, রমিজ রাজা, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের। এটি পরিচালনা করেছেন চন্দ্রদেব ভগত ও স্ট্রুয়াট সাগ।

‘ব্রোকেন রেজ’, অ্যামাজন প্রাইম ভিডিও
প্রখ্যাত জাপানি নির্মাতা তাকেশি কিতানো। নতুন সিনেমাটির প্রধান চরিত্রে তাকেশি নিজেও অভিনয় করেছেন। এ ছাড়া এ ছবিতে আছেন গোল্ডেন গ্লোবজয়ী শোগান অভিনেতা তাডানোবু আসানো। নির্মাতা এটিকে নিরীক্ষাধর্মী সিনেমা বলে অবিহিত করেছেন। তাঁর ভাষ্যে, এটি এমন সিনেমা, যেখানে হাস্যরস আছে, সহিংসতাও আছে। ১৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

‘লা দোলচে ভিলা’র দৃশ্য। নেটফ্লিক্স

‘লা দোলচে ভিলা’, নেটফ্লিক্স
মেয়ের বেয়ে। এক সফল ব্যবসায়ী হাজির হয় ইতালিতে। নিজের সব টাকা দিয়ে পুরোনো একটি বাড়ি পুনর্নির্মাণ করবে। যে বাড়িতে তার মেয়ের বিয়ে হবে। কিন্তু আপাতদৃষ্টে সহজ মনে হওয়া তার পরিকল্পনা কি বাস্তবায়িত হবে? এমন গল্প নিয়ে রোমান্টিক, কমেডি সিনেমাটি বানিয়েছেন মার্ক ওয়েটার্স। ১৩ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিতে দেখা যাবে স্কট ফোলি, মাইয়া রেফিসো, ভায়োলেত প্ল্যাসিডোকে।

‘ধুম ধাম’, নেটফ্লিক্স
ফুলশয্যার রাত। হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত ব্যক্তি। কয়েক সেকেন্ডের অপেক্ষা। একের পর এক ব্যক্তি ঢুকে পড়ে ফুলশয্যার ঘরে। স্ত্রী বন্দুক হাতে আততায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে স্বামীকে বাঁচানোর জন্য।

‘ধুম ধাম’ সিনেমার টিজারের দৃশ্য। ভিডিও থেকে

স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক স্বামী। এরপর কী হয়, তা নিয়েই এ রোমান্টিক কমেডির গল্প। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। প্রধান দুই চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধীকে। সিনেমাটি বানিয়েছেন ঋষভ শেঠ।

‘দ্য জর্জ’–এর দৃশ্য। আইএমডিবি

‘দ্য জর্জ’, অ্যাপল টিভি প্লাস
এক রহস্যময় মিশনে নিয়োগ দেওয়া হয় দুই দক্ষ আততায়ীকে। তবে মিশনে নেমে দুই আততায়ীও ধন্দে পড়ে যান যে আসলে কী হচ্ছে! এমন গল্প নিয়ে স্কট ডেরিকসনের এই সায়েন্স ফিকশন-হরর সিনেমা। ১৪ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে মাইলস টেলার ও আনিয়া টেলর-জয়কে।

‘সুরাল ২’, অ্যামাজন প্রাইম ভিডিও
পুস্কর ও গায়েত্রী ভারতের আলোচিত নির্মাতা দম্পতি। তাঁরা নজর কাড়েন তামিল ছবি ‘বিক্রম বেদা’ বানিয়ে, এরপর তাঁদের লেখা তামিল সিরিজ সুরাল: দ্য ভোটেক্সও ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবার আসছে সেই সিরিজের দ্বিতীয় মৌসুম। ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজটির দ্বিতীয় মৌসুম। ব্রক্ষ্ম জি ও সারজুন পরিচালিত এ সিরিজের প্রধান দুই চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাজেশ ও কাথিরকে। ঐশ্বরিয়া করেছেন এক পুলিশ কর্মকর্তার চরিত্র। তামিলনাড়ুর এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে হঠাৎই পাওয়া যায় এক প্রতিবাদী আইনজীবীর লাশ। তদন্তে বেরিয়ে পুলিশ কোনো কিনারা করতে পারে না। কে, কেনই–বা খুন করল? এমন গল্প নিয়ে এগিয়েছে সিরিজটি।

‘দ্য হোয়াইট লোটাস’-এর দৃশ্য। ছবি: এইচবিও ম্যাক্স

‘দ্য হোয়াইট লোটাস ৩’, এইচবিও ম্যাক্স
মোটাদাগে বিলাসবহুল হোটেলে ছুটি কাটানোর গল্প। তিনটি পরিবার ও হোটেল ম্যানেজারকে নিয়ে চিত্রনাট্য। দুর্দান্ত সব চরিত্র, অভিনয় আর নির্মাণগুণে সাড়া ফেলেছিল সিরিজটি। এবার আসছে এর তৃতীয় মৌসুম। ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে তৃতীয় মৌসুমের প্রথম পর্ব, বাকি পর্বগুলো আসবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এবারের মৌসুম পরিচালনা করেছেন মাইক হোয়াইট। বিভিন্ন চরিত্রে আছেন লেসলি বিব, ক্যারি কুন, সারাহ ক্যাথেরিন হুক, জেসন আইজ্যাক প্রমুখ।

‘রিচার ৩’, অ্যামাজন প্রাইম ভিডিও
লি চাইন্ডের বহুলপঠিত ‘রিচার’ সিরিজের বই নিয়ে আগে সিনেমা হয়েছে। নায়ক ছিলেন টম ক্রুজ। তারপরও দর্শক-সমালোচক কারও পাত্তা পায়নি সিনেমাগুলো। পর্দায় রিচার-এর কপাল খোলে ওটিটিতে মুক্তির পর। ২০২২ সালে রিচার-এর প্রথম মৌসুম আসার পরই ব্যাপক হিট হয়, একের পর এক মৌসুমের ঘোষণা আসে।

‘রিচার ৩’–এর দৃশ্য। আইএমডিবি

এবার আসছে তৃতীয় কিস্তি। প্রথম মৌসুমের পরই সেরা ‘রিচার’ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন অ্যালেন রিটসসন, এবারও থাকছেন তিনি। তৃতীয় মৌসুমে পর্ব আছে আটটি, প্রথমে আসবে তিনটি পর্ব। পরের পর্বগুলো আসবে ২৭ মার্চ পর্যন্ত। ‘রিচার’ সাবেক সেনা কর্মকর্তা, বোহেমিয়ান চরিত্র। ঘুরে বেড়ায় এ শহর থেকে ও শহরে, জড়িয়ে পড়ে নতুন রহস্যের জালে। এবারের কিস্তিতেও তাকে মুখোমুখি হতে হবে ভয়ংকর এক অপরাধী চক্রের।

আরও পড়ুন

‘আ থাউজ্যান্ড ব্লোজ’, ডিজনি প্লাস
উনিশ শতকের লন্ডনের অপরাধ জগতের গল্প নিয়ে নানা ধরনের সিনেমা, সিরিজ হয়েছে। এর মধ্যে নতুন সংযোজন এই ড্রামা সিরিজ। স্টিভেন নাইট এখানে তুলে এনেছেন সেই সময়ের নারী অপরাধীদের গল্প, যাঁরা চুরিতে ছিলেন সিদ্ধহস্ত। ১২ পর্বের এই সিরিজ মুক্তি পাব ২১ ফেব্রুয়ারি। এতে অভিনয় করেছেন স্টিফেন গ্রাহাম, মালাকাই কারবি প্রমুখ।