কট আউট: ক্রাইম করাপশন ক্রিকেট
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
উপমহাদেশে অনেক তরুণেরই বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকে। কিন্তু ক্রিকেটের আড়ালে অন্য এক অন্ধকার দুনিয়ার খবর কি সে জানে?

এই তথ্যচিত্রে অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিতে ক্রিকেটে দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নির্মাতা সুপ্রিয় সোবতি গুপ্ত।

ডম ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: চলমান
২০২১ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ব্রাজিলের সিরিজ ‘ডম’। দুর্ধর্ষ গ্যাংস্টার পেড্রো ডম ও তাঁর বাবা ভিক্টরকে নিয়ে সিরিজটির গল্প।

সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাচ্ছে আজ। পিতা ও পুত্রের ভূমিকায় আগের কিস্তির মতোই আছেন ফ্লাবিও তোলেজানি ও গ্যাব্রিয়েল লিওনি। সিরিজটির পরিচালক ব্রেনো সিলভেইরা।

রকেট বয়েজ ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
দুই ভারতীয় বিজ্ঞানী বিক্রম আম্বালাল সরাভাই ও হোমি জাহাঙ্গীর ভাবার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ওয়েব সিরিজটির প্রথম কিস্তি ব্যাপক প্রশংসিত ও পুরস্কৃত হয়েছিল। ১৬ মার্চ মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় কিস্তি।

অভয় পান্নু পরিচালিত এই সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিম সার্ব ও ঈশ্বক সিং। আরও আছেন রেজিনা ক্যাসান্দ্রা, সাবা আজাদ।