সিনেমা সিরিজে জমজমাট আয়োজন

‘আরারাত’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘বুকিং’ –এর পোস্টার। ছবি: ফেসবুক থেকে। কোলাজ

ভালোবাসা দিবস উপলক্ষে দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম, সিরিজ। সাধারণত ঈদ বা বড় উৎসব ছাড়া প্ল্যাটফর্মগুলোতে একসঙ্গে এতগুলো কনটেন্ট দেখা যায় না।

কাছের মানুষ দূরে থুইয়ায় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ
ছবি: চরকির সৌজন্যে

ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ বা সিনেমাগুলো অনুমিতভাবেই রোমান্টিক ঘরানার। চরকিতে মুক্তি পাবে প্ল্যাটফর্মটির অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’; শিহাব শাহীনের সিনেমাটির প্রধান দুই চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসানকে। চরকি এর আগে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পে ১২টি অরিজিনাল ফিল্মের ঘোষণা দেয়, এটি সেই প্রকল্পের দ্বিতীয়টি।

আরও পড়ুন

সিনেমাটি তৈরি হয়েছে দূরবর্তী সম্পর্কের গল্প নিয়ে। লং ডিসট্যান্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এ রকম সম্পর্কের গল্প নিয়েই ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

এর আগে চরকিতে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘সিন্ডিকেট ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নিশ্চিতভাবেই তাঁর নতুন সিনেমাটিও দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শকেরা। সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, ‘জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে, তা এই সিনেমায় থাকবে। যাঁরা প্রবাসে থাকেন, তাঁরা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’

আরও পড়ুন

বাইরের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত অ্যান্থোলজি সিনেমা মুক্তি দিলেও দেশি প্ল্যাটফর্মগুলো খুব একটা অ্যান্থোলজি সিনেমা দেখা যায় না। তবে এবার এই সময়ের আলোচিত কয়েকজন নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে অ্যান্থোলজি সিনেমা মুক্তি পাবে বঙ্গতে।

দ্য লাভ স্টোরিজ নামে এ অ্যান্থোলজি সিনেমায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিম, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ ও কাজল আরেফিন অমির সিনেমা। গিয়াস উদ্দিন সেলিমের ‘গাঁইয়া’য় দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘি ও খায়রুল বাসারকে। মিজানুর রহমান আরিয়ান বুকিং-এ আছেন পরীমনি ও এ বি এম সুমন; এর মধ্যেই মুক্তি পাওয়া সিনেমাটির পোস্টার প্রশংসা কুড়িয়েছে।

‘বুকিং’–এর পোস্টারে এবিএমন সুমন ও পরীমনি। ফেসবুক থেকে

‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ ২০’ থেকে ‘পুনর্মিলনে’—আরিয়ানের ওয়েব ফিল্মের গান জনপ্রিয়তা পেয়েছে। পরিচালকের এবারের কাজটিতেও থাকছে সোমেশ্বর অলির লেখা গান। প্রশংসিত এই গীতিকবির গান থাকবে ভালোবাসা দিবসের আরেক ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’-তেও। বঙ্গর অ্যান্থোলজিতে এ ছাড়াও থাকবে কাজল আরেফিন অমির দুঃখিত; এ সিনেমাটিতে দেখা যাবে আলোচিত জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানাকে।

নির্মাতা ভিকি জাহেদের আরেকটি কাজ ‘আরারাত’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ। এ কাজের মাধ্যমে আবারও পাওয়া যাবে আলোচিত নির্মাতা-অভিনেত্রী জুটি ভিকি জাহেদ ও মেহজাবীন চৌধুরীকে।

‘আরারাত’-এর পোস্টারে মেহজাবীন। ফেসবুক থেকে

এ ছাড়া সিরিজটিতে আছেন শ্যামল মাওলা। গত বছর নির্মাতার আরেকটি সিরিজ ‘আমি কী তুমি’–তেও মেহজাবীন ও শ্যামলকে দেখা গেছে। জানা গেছে, গত বছরের ডিসেম্বরে ঢাকার বাইরের বেশ কয়েকটি লোকেশনে ‘আরারাত’-এর শুটিং হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মুক্তির পর প্রশংসা পাচ্ছে ‘আরারাত’-এর ট্রেলার।

আগে ভালোবাসা দিবসের অনেকগুলো টিভি নাটকে পাওয়া যেত জিয়াউল ফারুক অপূর্বকে। এবার অভিনেতাকে দেখা যাবে দীপ্ত প্লের ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’-এ। আহসান হাবিবের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। সিনেমাটির পরিচালক সৈয়দ শাকিল।

‘ইউএনও স্যার’-এর পোস্টার। ফেসবুক থেকে

এতে অপূর্বর বিপরীতে আছেন তানজিম সাইয়ারা তটিনী। কিছুদিন আগেই এই জুটির ইউটিউব ফিকশন ‘পথে হলো দেরী’ ব্যাপকভাবে প্রশংসিত হয়। তাঁদের নতুন কাজও নিয়ে আগ্রহ থাকবে দর্শকের। এ সিনেমাটিতে আরও দেখা যাবে ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভূঁইয়াকে।