কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘আই অ্যাম নট আ রোবট’ সিরিজের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

আই অ্যাম নট আ রোবট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
২০ অক্টোবর মুক্তি পেয়েছে সিরিজটির ২৯ থেকে ৩২ পর্ব। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ার সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখছেন দর্শক। সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সু বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এ কনটেন্টের মূল আকর্ষণ।

‘হ্যালো রিমেম্বার মি’র পোস্টার
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

হ্যালো রিমেম্বার মি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ২১ অক্টোবর
২০১৮ সালে মুক্তি পায় থ্রিলার সিরিজ হ্যালো। তিন সিজন জনপ্রিয়তার সিরিজটি নতুনভাবে আসছে হ্যালো রিমেম্বার মি নামে। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা ও পায়েল সরকার। এ ছাড়া দেখা যাবে সৌরভ চক্রবর্তীকেও। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিমন্যু মুখোপাধ্যায়।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার একটি দৃশ্য
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৩ অক্টোবর
গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপারহিরো ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এবার দীপাবলি উৎসব উপলক্ষে ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালকের ‘ব্রহ্মাস্ত্র’ ত্রয়ীর প্রথম কিস্তি এটি। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা আক্কিনেনি, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায়।

‘দ্য ফাস্টেট ওমান অন আর্থ’ তথ্যচিত্রের পোস্টার
ছবি : সংগৃহীত

দ্য ফাস্টেট ওমান অন আর্থ
ধরন: তথ্যচিত্র সিরিজ
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ২০ অক্টোবর
তিন বছর আগে প্রয়াত হন পেশাদার মার্কিন রেসার জেসি কম্বস। বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টার সময় দুর্ঘটনায় মারা যান তিনি। রেসিংয়ে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নারী হিসেবে পরিচিত জেসির খ্যাতি পাওয়ার গল্প নিয়ে এ তথ্যচিত্র। ২০১৩ সালে জেসির ক্যারিয়ারের প্রথম থেকেই এ তথ্যচিত্র চিত্রায়ণ শুরু হয়। পরিচালনা করেছেন ক্রিস ওটওয়েল ও গ্রাহাম সিওরসা।

সানড্যান্স চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পায় ‘ডিসেনডেন্ট’
ছবি : আইএমডিবি

ডিসেনডেন্ট
ধরন: তথ্যচিত্র
স্ট্রমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২১ অক্টোবর
চলতি বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর এ তথ্যচিত্রের স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। মার্গারেট ব্রাউন পরিচালিত তথ্যচিত্রটিতে আলাবামার একটি ছোট সম্প্রদায়ের সদস্যদের গল্প উঠে এসেছে। যারা আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে আসা সর্বশেষ ক্রীতদাসবাহী জাহাজ ক্লোটিল্ডার যাত্রীদের বংশধর।

দক্ষিণ ভারতীয় ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, মালায়লাম, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায়
ছবি : সংগৃহীত

আম্মু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম
দিনক্ষণ: ১৯ অক্টোবর
এক পুলিশ অফিসার তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে। স্বামীকে ‘উচিত শিক্ষা’ দিতে এক অপরাধীর সঙ্গে জোটবদ্ধ হয়ে ফন্দি আঁটতে থাকে স্ত্রী। এরপর কী হয় তাই নিয়ে চারুকেশ শেখর পরিচালিত ছবিটি। দক্ষিণ ভারতীয় ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, মালায়লাম, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায়। ছবিটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী, নাবীন চন্দ্রা৷

আরও পড়ুন