‘পঞ্চায়েত ৩’-এর জন্য কে কত পারিশ্রমিক পেলেন?

পঞ্চায়েত ৩-এর দৃশ্য। ছবি: অ্যামাজন প্রাইম ভিডিও

মুক্তির পর আবারও আলোচনায় ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুম। গত ২৮ মে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘পঞ্চায়েত ৩’।

আরও পড়ুন

এবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এল সিরিজটিতে তারকাদের পারিশ্রমিক।  

‘পঞ্চায়েত’-এর প্রথম মৌসুম মুক্তি পেয়েছিল ২০২০ সালে। প্রায় দুই বছর পর দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছিলেন নির্মাতারা। তার পর থেকেই অপেক্ষা ছিল তৃতীয়টির। অবশেষে মুক্তি পেয়েছে সিরিজটি।

জিতেন্দ্র কুমার। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

জানা গেছে, ‘পঞ্চায়েত ৩’-এর বাজেট ছিল ৫০-৮০ কোটি রুপির মধ্যে। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। তিনিই পেয়েছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক।

‘পঞ্চায়েত ৩’-এ অভিনয় করে মোট ৫ লাখ ৬০ হাজার রুপি আয় করেছেন জিতেন্দ্র। পর্বপ্রতি তিনি পেয়েছেন ৭০ হাজার রুপি। সিরিজের প্রতি পর্বে নীনা গুপ্তা পেয়েছেন প্রায় ৫০ হাজার রুপি। মোট ৪ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন নীনা।

‘পঞ্চায়েত’ সিরিজে গ্রামপ্রধানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। তৃতীয় মৌসুমের প্রতি পর্বে অভিনয় করে ৪০ হাজার রুপি আয় করেছেন রঘুবীর। তাঁর মোট পারিশ্রমিক ৩ লাখ ২০ হাজার রুপি, যা জিতেন্দ্রর পারিশ্রমিকের থেকে প্রায় ৪০ শতাংশ কম।

‘পঞ্চায়েত’-এর হাত ধরেই অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন চন্দন রায়। তাঁর সারল্যে ভরা অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের। প্রতি পর্বে তিনি পান ২০ হাজার রুপি। এ ছাড়া এই সিরিজে অভিনয় করেছেন দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, সংবিকার মতো আরও অনেক তারকা অভিনয় করেছেন।