সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই জাপানি ছবিতে কী আছে

‘ডেমন সিটি’র দৃশ্য। আইএমডিবি

আততায়ী সাকাতার গল্প এটি, শিনজো শহরের বাসিন্দা সে। অপরাধজীবনকে পেছন ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছে শিনজো। এমন সময়ই ঘটে ঘটনাটি, শহরের কুখ্যাত কিমেন-গুমি সিন্ডিকেট আক্রমণ করে শিনজোর বাড়িতে। তার স্ত্রী খুন হয়, আক্রমণকারী ধরে নেয়, শিনজোও মারা গেছে। তবে সে সৌভাগ্যবশত বেঁচে যায়। প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ফিরে আসে শহরে। রিভেঞ্জ থ্রিলারের এমন চেনা গল্প নিয়েই জাপানি সিনেমা ‘ডেমন সিটি’। তবে গল্প চেনা হলেও অ্যাকশন আর নির্মাণের গুণে ছবিটি মন জয় করেছে দর্শকদের। গত ২৭ ফেব্রুয়ারি মুক্তির পর এখন নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার দুই নম্বরে আছে সিনেমাটি।

‘ডেমন সিটি’ তৈরি হয়েছে মাছামিছি কাওয়াবের জনপ্রিয় মাঙ্গা সিরিজ ‘ওনি গোরোশি’ অবলম্বনে। সেজি তানকা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তমা কুনতা, আমি তৌমা, মাশাহিরো হিগাশিডে।

মুক্তির পর ‘ডেমন সিটি’ চমকে দিয়েছে দুর্দান্ত মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফি দিয়ে। অনেক দর্শক সিনেমাটির সঙ্গে বহুলচর্চিত জন উইক ফ্র্যাঞ্চাইজির মিল খুঁজে পেলেও এর মধ্যেই এ সিনেমার আলাদা একটা ভক্তশ্রেণি তৈরি হয়েছে।

‘ডেমন সিটি’র পোস্টার। আইএমডিবি

সাধারণ দর্শক পছন্দ করলেও সমালোচকেরা সেভাবে পছন্দ করেননি ডেমন সিটি। তাঁদের অনেকের ভাষ্যে, সিনেমাটি অতি অনুমেয় এবং নতুন কিছু নেই।

দ্য জাপান টাইমস তাদের সমালোচনায় বলেছে, ‘গল্পের জন্য “ডেমন সিটি” দেখার কোনো মানে নেই। তবে আপনি যদি ধুন্ধুমার অ্যাকশন, দুর্দান্ত সব স্টান্টের মিশেলে সময় কাটানোর কিছু দেখতে চান, অবশ্যই “ডেমন সিটি”কে বেছে নিতে পারেন।’ ‘ব্যাড সিটি’, ‘হেল গডস’-এর মতো এটিকেও জাপানে সাম্প্রতিক সময়ে নির্মিত অন্যতম অ্যাকশন সিনেমা বলেছে পত্রিকাটি।

আরও পড়ুন

অ্যাকশনে মুগ্ধ হতে চাইলে ১০৭ মিনিটের সিনেমাটি দেখতেই পারেন।