নতুন দৃশ্যসহ আজ থেকে চরকিতে ‘সুড়ঙ্গ’

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশোছবি : চরকির সৌজন্যে

‘স্টার সিনেপ্লেক্সের সব কটি শাখায় ৩১টি, যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ১১টি, লায়ন সিনেমাসে ৮টি ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৩টি—সব শাখায় সর্বোচ্চ চলবে “সুড়ঙ্গ”-এর শো। সব কটি মাল্টিপ্লেক্সের তিন দিনের প্রায় সব শো অগ্রিম বিক্রি হয়ে গেছে। বাংলা ছবির জয়জয়কার চলছে,’ জুলাইয়ের প্রথম সপ্তাহে এভাবেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২৯ জুন ঈদুল আজহার দিন দেশজুড়ে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শক ভিড় করছেন সিনেমা হলে। শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে এ সিনেমা। সাম্প্রতিক সময়ে আলোচিত সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ এসেছে। আজ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি দেওয়া হবে সিনেমাটি, যা দেখা যাবে মুঠোফোন বা ব্যক্তিগত কম্পিউটারে।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো। চরকি

চমক আরও আছে। চরকিতে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’-এর নতুন সংস্করণ। যেটিকে বলা হচ্ছে এক্সটেনডেড ডিরেক্টরস কাট। সংস্করণটি প্রেক্ষাগৃহের ব্যাপ্তিকালের চেয়ে ১০ মিনিট বেশি, যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন দৃশ্য।

পরিচালক রাফী চেষ্টা করেন বাস্তবঘেঁষা সিনেমা নির্মাণ করতে। ‘সুড়ঙ্গ’-এর গল্পটাও আশপাশের। বাংলাদেশের কোনো গ্রামের এক ইলেকট্রিশিয়ান মাসুদ। ভালোবেসে বিয়ে করে ময়নাকে। কিন্তু বিয়ের পরই শুরু হয় দাম্পত্য কলহ। সংসারের বাড়তি খরচ জোগাতে না পেরে মাসুদ পাড়ি জমায় বিদেশে। কিন্তু কয়েক মাস পরই একটা দুঃসংবাদ পেয়ে ফিরে আসে। সে উপলব্ধি করে যে টাকা ছাড়া একজন মানুষের কোনো দাম নেই। তাই শর্টকাটে অনেক টাকার মালিক হওয়ার জন্য সে এক ভয়ংকর পরিকল্পনা করে। মাসুদ কী এই পরিকল্পনায় সফল হবে? এ রকমই এক টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে সুড়ঙ্গ। সমালোচকেরা বলছেন, প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন—সব মিলিয়ে এটা পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা।

সুড়ঙ্গ’
ব্যাপ্তি: ২ ঘণ্টা ৪০ মিনিট
পরিচালক: রায়হান রাফী
প্রযোজনা: আলফা আই স্টুডিও লিমিটেড, চরকি
সিনেমাটোগ্রাফি: সুমন সরকার
চিত্রনাট্য: নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী
আবহ সংগীত: আরাফাত মহসিন
শিল্পনির্দেশক: শহীদুল ইসলাম
শব্দ প্রকৌশলী: রিপন নাথ
কালার গ্রেডিং: দেবজ্যোতি ঘোষ
‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার
ছবি: ফেসবুক

সব শ্রেণির দর্শক পছন্দ করেছেন ‘সুড়ঙ্গ’। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি মনে করছেন, প্রেক্ষাগৃহের পর ওটিটিতে সাড়া ফেলবে ছবিটি। তাঁর ভাষ্যে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর দর্শক এখনো সুড়ঙ্গ দেখার অপেক্ষায়। এবার চরকির মাধ্যমে সেই দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আফরান নিশো তাঁর প্রথম সিনেমা দিয়েই যে ছক্কা হাঁকিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর অভিনেতা এখন আছেন ফুরফুরে মেজাজে।

আরও পড়ুন

চরকিতে সিনেমা মুক্তির প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমরা প্রতিটি সেক্টর থেকেই কোনো কম্প্রোমাইজ না করে কাজটি করেছি। শুটিং করেছিলাম ৪০ দিনের বেশি। ছবি দর্শকনন্দিত হওয়ার আগে আমাদের নিজের কাছে কাজ নন্দিত হয়েছি কি না, সেটি একটা ব্যাপার। সেটি আমরা ছবিটি করে ফিল করতে পেরেছি। আমরা এটি বিশ্বাস করেছি। এরপর দর্শকের কাছে পৌঁছেছে কাজটি। সেই সঙ্গে দর্শক সিনেমা ও আমাদের কাজ ভালোবেসে আমাদের উচ্ছ্বসিত করেছেন। এবার “সুড়ঙ্গ” মুক্তি পাবে চরকিতে। যাঁরা নানা কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাঁরা এখন চরকিতে দেখে ফেলুন।’

অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘চরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এটা আমার জন্য বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেননি। আমরা সবাই এখন খুব রোমাঞ্চিত, ছবিটি চরকিতে আসবে। বিশ্বব্যাপী মানুষ চরকির মাধ্যমে সুড়ঙ্গ দেখবেন, ভেবেই আনন্দ লাগছে।’

গত বছর রায়হান রাফীর ‘পরাণ’ ছবিটি সাড়া ফেলেছিল। রাফী মনে করেন, গল্প, দর্শন, সেট, লুক মিলিয়ে সুড়ঙ্গ এমন ধরনের সিনেমা, যেটা কেউ নাকচ করে দিতে পারবেন না। তিনি বলেন, ‘দেশ ও দেশের সীমানা পেরিয়ে সবখানে “সুড়ঙ্গ” যে ব্লকবাস্টার আর এত প্রশংসিত-আলোচিত হয়েছে, তা সব দর্শকদের জন্যই। আমরা আমাদের চেষ্টা করে গেছি, যেটা বৃথা যায়নি বলতেই পারি।’ দর্শক যেভাবে হলে গিয়ে সুড়ঙ্গ দেখেছেন, চরকি সাবস্ক্রিপশন নিয়ে সুড়ঙ্গ দেখবেন। এমনটাই আশা করছেন রায়হান রাফী।
শাইন-স্যানিটারি ওয়্যার অ্যান্ড ফিটিংস নিবেদিত সুড়ঙ্গ পাওয়ারড বাই পেপসি আগামীকাল রাত ৮টা থেকে দেখা যাবে চরকিতে। ছবিটির পেমেন্ট পার্টনার বিকাশ।