নেটফ্লিক্সের ছবি খুফিয়াতে বিশাল ভরদ্বাজের পরিচালনায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন, এটা পুরোনো খবর। দিন কয়েক আগে ছবিটির টিজারেও বাঁধনের ঝলক দেখা গেছে। নতুন খবর, টিজার প্রকাশিত হলেও ছবির কাজ এখনো শেষ হয়নি। খুফিয়ার শুটিং করতে আবার মুম্বাই গিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। শুটিং শেষে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি। টানা শুটিংয়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের টাবুকে। মাস ছয়েক আগে ছবিটির শুটিং করেছিলেন দিল্লিতে, এবার হলো মুম্বাই ফিল্ম সিটিতে।
বাঁধন প্রথম আলোকে জানালেন, সিনেমায় তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে বেশির ভাগ দৃশ্যই টাবুর সঙ্গে। টাবুর মতো শিল্পীকে সহশিল্পী হিসেবে পেয়ে অভিভূত বাঁধন। তিনি বলেন, ‘ওনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তাঁর মতো মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করছে। ওনার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই। উনি মানুষ হিসেবেও অসাধারণ।’
মুম্বাই ফিল্ম সিটির ৫ নম্বর ফ্লোরে শুটিং হয়েছে খুফিয়ার। সিনেমায় টাবুর চরিত্রের নাম কৃষ্ণা মেহরা, বাঁধন করেছেন এক বাঙালি নারীর চরিত্র। টাবুর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে বাঁধন বললেন, ‘উনি আমাকে সাপোর্ট ও কমফোর্ট না দিলে আমার অভিনয় করা কঠিন হয়ে যেত। একে তো টাবুর মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করছি, তার ওপর নতুন জায়গা। পুরো বিষয়টা আমার কাছে ছিল বড় চ্যালেঞ্জ।’
কথায়–কথায় বাঁধন জানালেন শুটিংয়ের অভিজ্ঞতাও, সচরাচর নির্ধারিত সময়ের আগেই শুটিংয়ে হাজির হন তিনি। মুম্বাইয়েও তা–ই হয়েছিলেন। একদিন আগে গিয়ে দেখলেন, টাবুও শুটিংয়ে ১০-১৫ মিনিট আগে চলে এসেছেন। পরে ভ্যানিটি ভ্যানে বেশ কিছু সময় তাঁরা নানা প্রসঙ্গে কথা বলেন। কথা প্রসঙ্গে বিশাল ভরদ্বাজের প্রশংসা করেন বাঁধন, ‘তাঁর মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। উনি ভীষণ ভালো মনের মানুষ, খুবই ডাউন টু আর্থ।’
কয়েক দিন আগে সিনেমার ফার্স্ট লুক টিজারে বাঁধনকে বাঙালি সাজে দেখা গেছে। শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। টাবু ও বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, আলী ফজল, ওয়ামিকা গাব্বি।