নেটফ্লিক্সে কী দেখছেন দর্শকেরা
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই মুক্তি পায় বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার নতুন নতুন সিনেমা, সিরিজ ও তথ্যচিত্র। চলতি সপ্তাহে প্ল্যাটফর্মটির বৈশ্বিক টপ চার্টের শীর্ষ সিনেমা ও সিরিজ নিয়ে এই আয়োজন।
‘দ্য লাইফ লিস্ট’
গত ২৮ মার্চ মুক্তি পেয়েছিল অ্যাডাম ব্রুকস পরিচালিত রোমান্টিক কমেডি ড্রামা সিনেমাটি। গত সপ্তাহ থেকেই এ ছবিতে আছে নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার বৈশ্বিক তালিকার শীর্ষে। সিনেমাটিতে আছেন সোফিয়া কারসন, কেলি অ্যালেন, কোনি ব্রিটন। সিনেমায় অ্যালেক্স রোজের চরিত্রে অভিনয় করেছেন সোফিয়া। ক্যানসারে মায়ের মৃত্যুর পরও দমে না গিয়ে নিজের স্বপ্নের পেছনে ধাওয়া করেন অ্যালেক্স।
এ সিনেমার প্রধান অভিনেত্রী সোফিয়া কারসন। তাঁর পরিচিতি ‘পার্পল হার্টস’ দিয়ে। ২০২২ সালে এই সিনেমাও মুক্তি পায় নেটফ্লিক্সে। এ ছাড়া গত বছর একই প্ল্যাটফর্মে আসা ‘ক্যারি-অন’ও হিট। ফলে টানা তিন হিট সিনেমার অংশ হলেন সোফিয়া। ‘দ্য লাইফ লিস্ট’ নিয়ে ভ্যারাইটিকে তিনি বলেন, ‘আমরা সবাই একটা জার্নির মধ্যে থাকি, আদতে নিজের স্বপ্নের পেছনেই ছুটি। কিন্তু জীবনে নানা সংকটময় পরিস্থিতি তৈরি হলেও অ্যালেক্স ঠিকই নিজের পথ খুঁজে নেয়। দেখা যাক, তার মতো বাস্তবে এমন কিছু আমিও করতে পারি কি না (হাসি)।’
অভিনেত্রী জানান, সিনেমাটির চিত্রনাট্য পাওয়ার পর তাঁর মা খুব করে চাইছিলেন, তিনি সিনেমাটি করেন। ‘মা আমাকে বলেন, তুমি যখন যা-ই করো না কেন, সব বাদ দিয়ে এই চিত্রনাট্য আগে পড়ো,’ ইউএসএ টুডেকে বলেন সোফিয়া।
‘দ্য ড্যাড কোয়েস্ট’
চলতি সপ্তাহে নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে আছে সুইডিশ চলচ্চিত্রটি। বাবা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন মিচেল ব্রাউন, ফারনান্ডো ক্যাসটিল্লো। পরিচালক সালভাডর এস্পিনোসা।
সমালোচকেরা বলছেন, থ্রিলার কনটেন্টের বাইরে এসে এ সিনেমায় সম্পর্কের গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা। যারা রহস্য-রোমাঞ্চের বাইরে ফিল গুড ধরনের সিনেমা উপভোগ করতে চান, তাঁরা বেছে নিতে পারেন ‘দ্য ড্যাড কোয়েস্ট’কে। গত ৯ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘ব্যাড ইনফ্লুয়েন্স: দ্য ডার্ক সাইড অব কিডফ্লুয়েন্সিং’
নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে রয়েছে এ তথ্যচিত্রটি। এটি নির্মিত হয়েছে ইনফ্লুয়েন্সার পিপার রোকেলকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই তারকা ও তাঁর টিমের বিরুদ্ধে ২০২২ সালে মামলা হয়।
১১ তরুণের অভিযোগ ছিল, তাঁরা পিপার ও তাঁর টিমের হাতে হয়রানির শিকার হয়েছেন। ২০২৪ সালে মামলাটির মীমাংসা হয়। আলোচিত এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে তিন পর্বের তথ্যচিত্রটি। এতে আইনজীবীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কথা বলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে। ৯ এপ্রিল মুক্তির পর এ তথ্যচিত্র বেশ জনপ্রিয়তা পেয়েছে।
‘দ্য গার্ডেনার’
এলমার ও মা কনট্রাক্ট কিলিংয়ের ব্যবসা চালায়। তবে নতুন এক মিশনে বাধে বিপত্তি। এমন গল্প নিয়েই এই স্প্যানিশ সিরিজ। ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ড্রামা, মিস্ট্রি ও থ্রিলারধর্মী সিরিজটি। এতে অভিনয় করেছেন আলভারো রিকো, সিসিলিয়া সুয়ারেজ।
মুক্তির পরেই এটি চলে এসেছে প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে। অন্তর্জালে সিরিজটি নিয়ে আলোচনা হয়েছে, অনেকে এর সমাপ্তি নিয়ে ‘ফ্যান থিওরি’ দিয়েছেন। কেউ কেউ তো আবার দ্বিতীয় মৌসুম নিয়ে আসার দাবি তুলেছেন। তবে এখন সিরিজটির দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।