মুক্তি পাচ্ছে ‘লেডি কুইন জেন্টস পারলার’, ওটিটিতে আর যা দেখতে পারেন

‘লেডি কুইন জেন্টস পারলার’–এর পোস্টার থেকে। ফেসবুক থেকে
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘এল কনডে’ সিনেমার পোস্টার। আইএমডিবি

এল কনডে
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
পাবলো লরেইন পরিচালিত চিলিয়ান ব্ল্যাক কমেডি সিনেমা। চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রথম প্রিমিয়ার হয়, উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কারও জেতে। বিদ্রূপাত্মক সিনেমাটি তৈরি হয়েছে চিলির সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোশেকে নিয়ে। এতে অভিনয় করেছেন আলফ্রেডো কাস্ট্রো, কাতালিনা গুয়েরা।

বোম্বাই মেরি জান
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার গল্প নিয়ে এই সিরিজ তৈরি হয়েছে হুসাইন জাইদির লেখা বই ডংরি টু দুবাই: সিক্স ডিকেডস অব দ্য মুম্বাই মাফিয়া অবলম্বনে।

‘বোম্বাই মেরি জান’–এর পোস্টার

ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজটি বানিয়েছেন সুজাত সওদাগর। এতে অভিনয় করেছেন কে কে মেনন, অবিনাশ তিওয়ারি, কৃতিকা কামরা, নিবেদিতা ভট্টাচার্য, আমায়রা দস্তুর। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজটি।

আরও পড়ুন

দ্য মর্নিং শো
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
জেফার অ্যানিস্টন, রিজ উইদারস্পুন অভিনীত সিরিজটি প্রথম প্রচারিত হয় ২০১৯ সালে। ব্যতিক্রমী নির্মাণের জন্য শুরু থেকেই প্রশংসিত হয় শোটি। গত বুধবার শুরু হয়েছে সিরিজটির তৃতীয় সিজনের প্রথম দুই পর্ব।

‘দ্য মর্নিং শো’তে জেনিফার অ্যানিস্টন। ছবি: অ্যাপল টিভি প্লাস

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মুক্তি পাবে এবারের কিস্তির আরও ছয় পর্ব।

কালা
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
মালয়ালম, তামিল, হিন্দি—নির্মাতা বিজয় নাম্বিয়ার ভারতের বিভিন্ন ভাষায় সিনেমা, সিরিজ বানিয়েছেন। এবার তিনি হাজির ক্রাইম থ্রিলার ঘরানার হিন্দি সিরিজ কালা নিয়ে। দুর্ধর্ষ এক গ্যাংস্টারকে ধরতে এক গোয়েন্দা কর্মকর্তার মরিয়া যাত্রা নিয়ে এগিয়েছে সিরিজটির গল্প।

‘কালা’র পোস্টার। আইএমডিবি

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, রোহান বিনোদ মেহরা, নিবেদিতা পেথুরাজ।

লেডি কুইন জেন্টস পারলার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আড্ডা টাইমস
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
মধ্যবিত্ত পরিবারের গৃহিণী নিশিগন্ধার গল্প। বিদেশ থেকে হেয়ারস্টাইলিং নিয়ে পড়াশোনা শেষে কলকাতায় ফেরে সে। ইচ্ছা পুরুষদের জন্য সেলুন খোলার। কিন্তু হেয়ারস্টাইলিংকে পেশা হিসেবে বেছে নিতে চায় শুনে তার সঙ্গে অদ্ভুত আচরণ করতে থাকে সবাই। সাগ্নিক চট্টোপাধ্যায়ের সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা বসাক ও খরাজ মুখোপাধ্যায়।

‘লেডি কুইন জেন্টস পারলার’–এর পোস্টার থেকে। ফেসবুক থেকে