প্রথমবার ওটিটিতে তাহসান

বাজি সিরিজে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। ছবি: চরকির সৌজন্যে

সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্য রকম ছবি, যেখানে দেখা যায়, একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন।

কিন্তু তাঁর চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা, ‘কে আসছে চরকিতে?’ এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন।

আরও পড়ুন

অবশেষে জানা গেল খবর। আজ চরকির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এটি প্ল্যাটফর্মটির নতুন ওয়েব সিরিজের দৃশ্য। পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাঁকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এবার তাঁর অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে দেখা যাবে তাঁকে।

সিরিজটিতে আছেন মিথিলাও। ছবি: চরকির সৌজন্যে

এই সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। গুঞ্জন ছিল, বাস্তবের কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন তাহসান। তবে সত্যিই তিনি কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ওয়েব সিরিজ ‘বাজি’র গল্প।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই চরকিতে মুক্তি পাবে ‘বাজি’। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে।

প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন তাহসান। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। গানের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে; করেছেন টিভি নাটক ও চলচ্চিত্র।

‘বাজি’ সিরিজের দৃশ্য। ছবি : চরকির সৌজন্যে

এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, গানে মনোযোগী হতেই অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। তাহসান বলেছিলেন, ‘এখন কনসার্ট বেশি হচ্ছে। গান করার সুযোগ অনেক বাড়ছে। আমার কাছে মনে হয়েছে, গান থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। গানেই আরও বেশি সময় দেওয়া দরকার। তা ছাড়া এখন বাংলাদেশের অডিও ভিজ্যুয়াল মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। সে কারণেই মনে হয়েছে, নাটক অনেক করে ফেলেছি, আর নয়। এখন নাটক থেকে বিরতি নিচ্ছি। আবার যখন নতুন করে ফিরব, তখন ভালো আরও কিছু নাটক করব। কিন্তু এখন পুরোপুরি গানেই সময় দেব।’

ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভালো পরিচালক, অনেক বেশি প্রস্তুতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। আমার কাছে তার আগে কাজ করা উচিত মনে হয় না। সময় নিয়েই ফিরতে চাই।’ শেষ পর্যন্ত ‘বাজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তাঁর।