প্রযোজকের সঙ্গে নায়কের প্রেম, অতঃপর...

নানা ধরনের বিষয় নিয়ে হিন্দিতে ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। ইতিহাসনির্ভর কাজও হচ্ছে অনেক। এর মধ্যে বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা সিরিজ ‘জুবিলি’ মুক্তি পাবে আগামী ৭ এপ্রিল। গতকাল শুক্রবার মুম্বাইতে ছিল সিরিজটির ট্রেলার মুক্তির অনুষ্ঠান। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সিরিজটি সম্পর্কে বিস্তারিত।
১ / ৭
ভারতের ওয়েব সিরিজের ইতিহাসের অন্যতম সফল সিরিজ ‘সেক্রেড গেমস’-এর অন্যতম স্রষ্টা পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানি। ‘উড়ান’, ‘লুটেরা’খ্যাত এই পরিচালক এবার আসছেন নতুন সিরিজ ‘জুবিলি’ নিয়ে
ফেসবুক থেকে নেওয়া
২ / ৭
সিরিজের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাব্বি, অপারশক্তি ঘুরানা, রাম কাপুর
এএফপি
৩ / ৭
সিরিজের বিষয়বস্তু ভারতীয় ছবির স্বর্ণযুগ, এখানে হিন্দি সিনেমার শুরুর দিনগুলোকে তুলে ধরা হবে
ফেসবুক থেকে নেওয়া
৪ / ৭
সিরিজের প্রধান চরিত্র একজন অভিনেত্রী, তাঁর বিশ্বস্ত চর, রয় টকিজের কর্ণধার, এক উঠতি তারকা
এএফপি
৫ / ৭
রয় স্টুডিওর কর্ণধারের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, তাঁর স্ত্রীর চরিত্র করেছেন অদিতি রাও হায়দারি। এই অদিতির সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়বেন সেই সময়ের জনপ্রিয় এক নায়ক
এএফপি
আরও পড়ুন
৬ / ৭
সিরিজে বিনোদ, তথা উঠতি তারকার চরিত্রে যিনি অভিনয় করেছেন—অপরশক্তি খুরানা। তিনি তাঁর চরিত্র নিয়ে বলেন, ‘আমি যখন বিনোদের গল্প শুনি, বুঝে গিয়েছিলাম আমি চরিত্রটা করব। এটা অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র ছিল
এএফপি
৭ / ৭
যৌনতা, প্রেম, বিশ্বাসঘাতকতা থেকে প্রতিহিংসা—সবই দেখানো হয়েছে ট্রেলারে, রয়েছে রহস্যের ইঙ্গিতও
এএফপি