এ এক নতুন লি জিন
আট বছর আগে ‘দ্য বিউটি ইনসাইট’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন কোরীয় অভিনেতা লি জিন উক। এতে উ জিন চরিত্রে নিজের সেরাটা দিয়েছিলেন লি জিন। সেই সিনেমার জন্যই এখনো তাঁকে মনে রেখেছেন অনুরাগীরা।
এবার নেটফ্লিক্সের হরর সিরিজ ‘সুইট হোম’-এর দ্বিতীয় মৌসুমে ঝলক দেখালেন ৪২ বছর বয়সী অভিনেতা লি জিন। এতে রহস্যময় এক ব্যক্তির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এমন ভয়ংকর চরিত্রে আগে কখনোই পাওয়া যায়নি তাঁকে। লি জিনের ভাষ্যে, ‘সুইট হোম’ সিরিজটিই তাঁর ক্যারিয়ারে বাঁকবদল করেছে। সিরিজটি মুক্তি পেয়েছেন ১ ডিসেম্বর।
কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে দেওয়া সাক্ষাৎকারে লি জিন বলেন, ‘এই চরিত্রে আমি অভিনয় করব, সেটা দর্শকেরা কল্পনাও করতে পারেনি। এই চরিত্রের মুখে অদ্ভুত দাগ রয়েছে, তাকে দেখলেই ভয় লাগে।’
চরিত্রটি ধারণ করা কঠিন হলেও এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন লি জিন; চরিত্রের সঙ্গে যতটা সম্ভব মিশে যাওয়ার চেষ্টা করেছেন। হাতেনাতে পরিশ্রমের ফলও পেয়েছেন। সিরিজটি মুক্তির পর থেকে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন।
‘চরিত্রটি আমার স্মৃতিতে দীর্ঘদিন ধরে গেঁথে থাকবে,’ বলেন লি। সিরিজের প্রথম মৌসুম মুক্তি পেয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। তিন বছর পর এল দ্বিতীয় মৌসুম। এটি পরিচালনা করেছেন সোহিয়ুন পার্ক ও লি ইউং বক।
২০০৩ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন লি জিন। ধীরে ধীরে অভিনয়ে থিতু হয়েছেন। ২০১৩ সালে ‘নাইন টাইমস টাইম ট্রাভেল’, ২০১৮ সালে ক্রাইম থ্রিলার ‘ভয়েস ২’, ২০২১ সালে ‘আ ইয়ার এন্ড মেডলি’র মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে আলো কেড়েছেন লি জিন।
‘আমি এখনো অভিনয় চালিয়ে যেতে পারছি ও অভিনয়ে টিকে আছি, এর জন্য আমি গর্ব বোধ করি। যখন কেউ বলেন আমার অভিনয় তাঁদের হৃদয়ে ছুঁয়েছে, এটিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি,’ বলেন লি জিন।