চরকিতে ‘সুড়ঙ্গ’ দেখে কী বলছেন দর্শক

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টারছবি: ফেসবুক

‘বাংলাদেশের একটা সিনেমা দেখলাম আজ ‘সুড়ঙ্গ’ নামে। সিনেমার রেশটা ঠিক কাটিয়ে উঠতে পারছি না, এতটাই ভালো লেগেছে। আমার পছন্দের বাংলা সিনেমার তালিকায় অবশ্যই এই সিনেমা জায়গা করে নিল।’ গতকাল শনিবার রাতে কথাগুলো বলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত।

আরও পড়ুন

বাংলাদেশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ‘সুড়ঙ্গ’ দেখে নিজের এই মুগ্ধতার কথা জানিয়েছেন কিরণ দত্ত। রায়হান রাফী পরিচালিত ছবিটি নিয়ে তিনি লিখেছেন, ‘প্রতিটি ডিপার্টমেন্ট যে খুব যত্ন নিয়ে কাজ করেছে, তা ক্যামেরায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রত্যেকের অভিনয় থেকে গল্প ও সিনেমাটোগ্রাফি সবকিছুই খুব ভালো।’ কেবল কিরণ দত্তই নন, ২৪ আগস্ট চরকিতে ‘সুড়ঙ্গ’ মুক্তির পর অনেক দর্শক সিনেমাটিকে ভালোবাসা দিয়েছেন।

রেজাউল করিম নামের আরেক দর্শক ফেসবুকে সিনেমাটি নিয়ে তাঁর ভালো লাগার কথা জানিয়েছেন। অভিনয়, গল্প, সংলাপ ও আবহসংগীত থেকে সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছেন তিনি।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো। চরকি

তবে তাঁর কাছে মনে হয়েছে, সিনেমার শুরুতে নায়ক-নায়িকার প্রেম আরও সময় নিয়ে দেখালে ভালো হতো। রাব্বী খান নামের আরেক দর্শক লিখেছেন, ‘নিশোর অভিষেকটা সত্যিই স্মরণীয় হয়ে রইল। বছর শেষে কিছু পুরস্কার দিয়ে অর্জনের ঝুলিটা আরও সমৃদ্ধ হতে পারে। তবে নিশো বুঝিয়ে দিলেন তাঁর মতো একজন অভিনেতাকে বড় পর্দায় কতটা দরকার। আশা করি, এই ধারা তিনি বজায় রাখবেন।’

অনেক দর্শক আবার আলাদাভাবে সিনেমাটির গানেরও প্রশংসা করেছেন। ২৬ আগস্ট চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিনেমাটির গান ‘ধুকুর পুকুর’। ভিডিওর নিচে মন্তব্যের ঘরে অনেকেই গানটি নিয়ে ভালো লাগার কথা বলেছেন। ইমন চৌধুরীর সংগীতায়োজন ও অবন্তী সিঁথির গায়কির প্রশংসা করেছেন শ্রোতারা।
নবনী তাথৈ নামের আরেক দর্শকও লিখেছেন ছবিটি নিয়ে তাঁর ভালো লাগা ও মন্দা লাগার কথা।

তিনি বলেছেন, ‘“ময়না” চরিত্রটা এ দেশের বহু মেয়ের চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তমা মির্জা এই চরিত্রে তাঁর পুরোটাই দিয়েছেন। আর মুভি দেখার সময় “মাসুদ” যে আফরান নিশো, তা একবারও আমার মনে পড়েনি। পুরোটাই চরিত্রের ভেতরে চলে গেছে। একেই বোধ হয় অভিনেতা বলে। মুভির লাইটিং, অভিনয় ও সিনেমাটোগ্রাফি অসাধারণ। আর মিউজিকের কথা কী বলব, “গা ছুঁয়ে বলো” এর স্লো ভার্সনটা অনেক সুন্দর ছিল। মুভির প্রথম দিকে কিছুটা বিরক্ত লাগছিল। কিন্তু শেষের ৩০-৪৫ মিনিট এককথায় অনবদ্য ছিল।’

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো
ছবি : চরকির সৌজন্যে

গত ঈদুল আজহায় মুক্তি পায় আলফা আই স্টুডিওজ ও চরকি প্রযোজিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে দেশে ও বিদেশে দর্শকের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর গত বৃহস্পতিবার রাত আটটায় ছবিটি মুক্তি পেয়েছে চরকিতে।