কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘দ্য রেড স্লিভ’ দেখা যাচ্ছে চরকিতে
ছবি : চরকির সৌজন্যে

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি। সে সময়ের রাজদাসীদের জীবন, সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে এতে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলাতেও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ২৪ নভেম্বর মুক্তি পেয়েছে ৫ থেকে ৮ পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন–হো, লি সি–ইয়ং, কাং হুন প্রমুখ।

হোস্টেল ডেজ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ২৫ ডিসেম্বর
কলেজজীবনের গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ। সিরিজটির গান ‘কুড়মুড় কুড়মুড় ধুমধাড়াক্কা’ এর মধ্যেই ভাইরাল। সৌভিক মণ্ডল ও সাত্যকী কুণ্ডু পরিচালিত সিরিজটিতে আছেন একঝাঁক নতুন অভিনেতা–অভিনেত্রী। যাঁদের মধ্যে আছেন অনিন্দ্য সেনগুপ্ত, অর্পণ ঘোষাল, রোহন ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য প্রমুখ।

‘কানতারা’র পোস্টার
আইএমডিবি

কানতারা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: ২৪ নভেম্বর
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয় কন্নড় ছবি ‘কানতারা’। পরে বিভিন্ন ভাষায় ডাব করে ছবিটি ভারতজুড়ে মুক্তি দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে ‘কানতারা’। অ্যাকশন–থ্রিলার ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন ঋষভ শেঠি। একই সঙ্গে ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালকও তিনি।

‘চুপ’ ছবিতে শ্রেয়া ধন্বন্তরি ও দুলকার সালমান
ছবি : সংগৃহীত

চুপ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২৫ নভেম্বর
গত ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আর বালকির চুপ। সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারটি দর্শক, সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পায়। চুপ–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম তারকা দুলকার সালমান। তাঁর প্রেমিকার চরিত্রে আছেন শ্রেয়া ধন্বন্তরি। ছবিটিতে পুলিশ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান সানি দেওল।

ব্রিটিশ রাজপরিবারের রাজনীতি ও যৌনতার নানা অজানা অধ্যায় নিয়ে তথ্যচিত্র ‘ব্লাড, সেক্স অ্যান্ড রয়্যালিটি’

ব্লাড, সেক্স অ্যান্ড রয়্যালিটি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৩ নভেম্বর
তিন পর্বের এই তথ্যচিত্রে উঠে এসেছে ব্রিটিশ রাজপরিবারের রাজনীতি ও যৌনতার নানা অজানা অধ্যায়। সিরিজটিতে অভিনয় করেছেন এমি জেমস–কেলি, ম্যাক্স পার্কার, জন লামসডেন।

তথ্যচিত্র ‘লাভ, লিজ্জো’র পোস্টার
ছবি : সংগৃহীত

লাভ, লিজ্জো
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ২৪ নভেম্বর
এই সময়ের আলোচিত মার্কিন র‍্যাপার লিজ্জো। তাঁকে নিয়ে নির্মিত এ তথ্যচিত্রে গায়িকা জানিয়েছেন নিজের নানা অজানা তথ্য। বলেছেন বাধাবিপত্তি পেরিয়ে আলোচিত গায়িকা হয়ে ওঠার গল্প। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ডাগ প্রে।

আরও পড়ুন