ইউনহার বিয়ে
হাতে লেখা চিঠিতে সুখবরটা দিলেন ইউনহা। এ মাসেই বিয়ে করছেন এই কে–পপ তারকা। গতকাল বুধবার ইনস্টাগ্রামে চিঠিটি পোস্ট করেছেন তিনি। চিঠিতে লিখেছেন, ‘আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করছি।’
অনুরাগীদের উদ্দেশে ইউনহা লিখেছেন, ‘জীবনের কঠিন সময়ে অবিরাম সমর্থন দেওয়ার জন্য তোমাদের প্রতি ভালোবাসা রইল। আশা করছি, আগামী দিনেও এ সমর্থন থাকবে।’
বিয়ের দিনক্ষণ, কাকে বিয়ে করছেন, চিঠিতে তা জানাননি ইউনহা। এমবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর হবু বর শোবিজের কেউ নন।
কোরিয়ার মেয়ে ইউনহা ১৬ বছর বয়সে জাপানে পাড়ি জমান। তিনি রক গান করতে চেয়েছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরে কোরিয়া জুংঅ্যাং ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সে সময় কোরিয়ার শ্রোতাদের রক গানের প্রতি আগ্রহ ছিল না। ফলে জাপানে গিয়েছিলাম।’
২০০৪ সালে জাপানি গান ‘ইউবিকিরি’ দিয়ে সংগীতে ইউনহার অভিষেক। দ্বিতীয় গান ‘হোকিবশি’ প্রকাশের পর পাদপ্রদীপের আলোয় আসেন। গানটি জাপানে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। বেশ কয়েকটি টপচার্টেও জায়গা করে নিয়েছে।
এরই মধ্যে কোরিয়ায় ফিরে যান ইউনহা। ২০০৬ সালে কোরীয় গানে আত্মপ্রকাশ করেন। বের করেন প্রথম কোরীয় অ্যালবাম অডিশন। দুই দশকের ক্যারিয়ারে ‘পাসওয়ার্ড ৪৮৬’, ‘ওয়েটিং’, ‘ইভেন্ট হরাইজন’সহ বেশ কয়েকটি রক গানে পরিচিতি পেয়েছেন।
গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবেও ইউনহার আলাদা পরিচিতি রয়েছে। আগামীর পরিকল্পনা নিয়ে তিনি জানান, নিজে গান গাওয়ার পাশাপাশি সামনে অন্যদের গান প্রযোজনায় মনোযোগ দেবেন তিনি।