‘আগে ভাবতাম লবিং করে মনোনয়ন বা পুরস্কার পেতে হয়’

সমালোচক পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া অভিনয়শিল্পীরা। কোলাজ
২০২২ সালে বাংলাদেশে নির্মিত নাটক, টেলিফিল্ম, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র, চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজগুলো থেকে মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২২–এর জন্য সমালোচকেরা বেছে নিয়েছেন সেরা কয়েকটি সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র, চলচ্চিত্র, ওয়েব সিরিজ, সেসবের চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পীকে। মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই গুণীজনেরা জানালেন নিজেদের প্রতিক্রিয়া।
‘আড়াল’–এর দৃশ্য
ছবি : চরকির সৌজন্যে

সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র
সেরা চিত্রনাট্যকার

আল আমিন হাসান নির্ঝর (আড়াল)
সম্মানিত বোধ করছি মনোনয়ন পেয়ে। গল্পটায় একটি সোশ্যাল মেসেজ ছিল। দর্শক পছন্দ করেছেন। বিচারকদের ভালো লাগায় মনোনয়ন পেয়েছি। ভালো লাগছে।

নাহিদ হাসনাত (গালিবের প্রেম ও বসন্তের কাব্য)
মনোনয়ন পাওয়াটাই অনেক ভালো লাগার। দীর্ঘদিন কাজ করছি, এবার প্রথম মনোনয়ন পেলাম। আগে ভাবতাম লবিং করে মনোনয়ন বা পুরস্কার পেতে হয়। কিছু আশা না করেই জমা দিয়েছিলাম। মনোনয়ন পেয়ে বুঝলাম, কাজ দেখেই আসলে নির্বাচন করা হয়। ধন্যবাদ বিচারকদের আমাকে মনোনয়নের যোগ্য মনে করার জন্য।

সেরা নির্দেশক

নাজমুল নবীন (আড়াল)
যেকোনো স্বীকৃতি সব সময় আনন্দের। অনেক ভালো লাগছে। এত বড় প্ল্যাটফর্মে নিজেকে মনোনয়ন তালিকায় দেখে সম্মানিত বোধ করছি।

নূর ইমরান মিঠু (এক অলৌকিক বিকেলের গল্প)
আনন্দ লাগছে, ভালো লাগছে। অনেক আগের একটি কাজ। মনোনয়ন পাওয়াটা অনেক সম্মানের। বিচারকদের ধন্যবাদ। প্রথম আলোকে ধন্যবাদ।

সেরা অভিনেতা

খায়রুল বাসার (গালিবের প্রেম ও বসন্তের কাব্য)
এই মনোনয়নে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ধন্যবাদ ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’-এ কাজটিকে বিবেচনায় আনার, সেই সঙ্গে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য।

খায়রুল বাসার
ছবি: প্রথম আলো

এই সমর্থন আমাকে আরো ভালো কাজের সঙ্গে থাকতে উৎসাহিত করবে। ভালোবাসা জানাই ‘গালিবের প্রেম ও বসন্তের কাব্য’ নাটকটির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২–এর আয়োজন এবং লক্ষ্যের প্রতি সাধুবাদ এবং শুভকামনা।

আরও পড়ুন

প্রীতম হাসান (আড়াল)
আমি প্রথমে পরিচালক নাজমুল নবীন ভাইকে ধন্যবাদ দিতে চাই। তারপর তানভীর হাসান ভাইকে। অভিনয়ের ক্ষেত্রে আমি বরাবরই চেয়েছি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার। আমার কাজগুলোর মধ্যে ‘আড়াল’ আমার হৃদয়ে আলাদা একটি জায়গা নিয়ে রাখবে। মনোনয়ন পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমি আসলে অভিনেতা নই। ভালো ভালো কাজের সুযোগ পেলেই অভিনয়টা করব। আমার সঙ্গে যিনি মনোনয়ন পেয়েছেন, তাঁকেও অভিনন্দন জানাতে চাই। মেরিল-প্রথম আলোকেও ধন্যবাদ জানাই সব সময় আমাদের অনুপ্রাণিত করার জন্য।

সেরা অভিনেত্রী

নাজিয়া হক অর্ষা
অভিনেত্রীর সৌজন্যে

নাজিয়া হক অর্ষা (গালিবের প্রেম ও বসন্তের কাব্য)
মনোনয়ন এর আগেও কয়েকবার পেয়েছি। সারা বছর অনেক অনেক ভালো ভালো কাজ হয়, তার মধ্যে আমাদের কোনো একটা কাজ জমা পড়া আবার সেটা বিচারকের মাধ্যমে মনোনয়ন পাওয়া–ভালো লাগার অনুভূতি দেয়। উত্সাহ জোগায়। ভালো লাগছে। বাকিটা সময়ই বলে দেবে। আমি খুবই খুশি।

সাবিলা নূর
প্রথম আলো

সাবিলা নূর (রিদিকা)
পুরস্কার ও পুরস্কারের জন্য মনোনয়ন দুটোই আসলে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। ‘রিদিকা’ কাজটি আমার কাছে অনেক স্পেশাল। কারণ, গল্পটা আমার নিজের। তাই এই কাজে মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে।

চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম

রেদওয়ান রনি
প্রথম আলো

সেরা চলচ্চিত্র

রেদওয়ান রনি (ক্যাফে ডিজেয়ার)
‘ক্যাফে ডিজেয়ার’ খুবই এক্সপেরিমেন্টাল কাজ। চরকি সব সময় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। যাঁরা ক্রিটিক, তাঁদের কাছ থেকে এই কাজের জন্য আমরা অন্য রকম মতামত পেয়েছি। যাঁরা ফিল্মে অন্য রকম কিছু আশা করেন, তাঁদের কাছে এ ধরনের কাজ অনেক ভালো লেগেছে। সম্মানিত বিচারকদের কাছে ভালো লেগেছে, তাই মনোনয়ন পাওয়ায় তাঁদের ধন্যবাদ জানাই।

রেদওয়ান রনি (দুই দিনের দুনিয়া)
‘দুই দিনের দুনিয়া’ আমাদের অদ্ভুত এক দুনিয়ায় নিয়ে যায়। এটা একটি এক্সপেরিমেন্টাল কাজ। যে কাজটি একদম লোকাল কনসেপ্ট নিয়ে করা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডের চিন্তা। বিচারকদের ধন্যবাদ এ কাজটিকে চূড়ান্ত মনোনয়নে রাখার জন্য।

অজয় কুমার কুন্ডু (হাওয়া)
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত হাওয়া শুধু একটি চলচ্চিত্র নয়, ‘হাওয়া’ বাংলা চলচ্চিত্রকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য একটি উৎসবের নাম, আবেগের নাম। দেশের সিনেমাপ্রেমী সাধারণ দর্শক, সমালোচকদের অকুণ্ঠ সমর্থন পাওয়া থেকে শুরু করে বিদেশের মাটিতে অপার ভালোবাসা অর্জনের সৌভাগ্য হয়েছে ‘হাওয়া’ চলচ্চিত্রের। এবার দেশের সম্মানজনক ‘মেরিল–প্রথম আলো পুরস্কার’-এ বিজ্ঞ সমালোচকের রায়ে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পাওয়ায় ‘হাওয়া’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আমি ভীষণভাবে আনন্দিত, কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাচ্ছি ‘হাওয়া’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সহযাত্রীদের।

সেরা চলচ্চিত্র পরিচালক

‘হাওয়া’র পোস্টার। ছবি: ফেসবুক

অনম বিশ্বাস (দুই দিনের দুনিয়া)
মনোনয়ন পেয়েছি জেনে ভালো লাগছে। একটি এক্সপেরিমেন্টাল কাজ ছিল ‘দুই দিনের দুনিয়া’। বলা যায়, বেশ ঝুঁকি নিয়ে সাহস করেই কাজটি করা। দর্শক গ্রহণ করবেন কি না চিন্তায় ছিলাম। দর্শকের কাছে ভালো লেগেছে। বিচারকদেরও পছন্দ হয়েছে। সত্যি অনেক ভালো লাগছে।

মেজবাউর রহমান সুমন (হাওয়া)
মনোনয়ন পাওয়াটা আনন্দের। প্রথম ছবিতেই দর্শক, সমালোচক সবার প্রশংসা পাওয়া পুরো টিমের পরিশ্রমের ফল। আমার সঙ্গে থাকা সব বন্ধুর সাপোর্ট আমাকে কাজটি ভালোভাবে শেষ করতে সাহায্য করেছে। লম্বা সময় নিয়ে কাজ করেছি। পারফর্মার থেকে সবাই অনেক কষ্ট করেছেন। দিন শেষে যেকোনো মনোনয়ন বা স্বীকৃতি পুরো টিমের জন্যই তাই অনেক আনন্দের।

রবিউল আলম রবি (ক্যাফে ডিজেয়ার)
মনোনয়ন পাওয়াটা খুবই আনন্দদায়ক। অনেক ভালো লাগছে। যে ধরনের কাজ করি, সেই কাজের মূল্যায়ন ভালো হলে দারুণ লাগে। জুরিদের কাছেও কাজটি ভালো লেগেছে, তাই আমি খুশি।

সেরা চলচ্চিত্র অভিনেতা

আজাদ আবুল কালাম
ছবি : সংগৃহীত

আজাদ আবুল কালাম (গুণিন)
‘গুণিন’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো গুণিন। যেখানে রহস্য আছে, রহস্যের মধ্যেই মিথ্যা আছে। চরিত্রটির উপস্থিতি লম্বা নয়। কিন্তু চরিত্রটিতে চ্যালেঞ্জ ছিল। বৃদ্ধের সাজে সাজতে চার-ছয় ঘণ্টা ধরে মেকআপ করার জন্য সময় লাগত। জুরিদের কাছে এই কষ্টটা চোখে পড়েছে, মনোনয়ন দিয়েছেন, ভালো লাগছে অনেক। ধন্যবাদ।

চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া)
বিচারকেরা আমার অনেক কাজের থেকে দুই দিনের দুনিয়ার জন্য মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞ তাঁদের কাছে। কারণ, কাজটি আমার খুব প্রিয়। গল্পটাই ছিল অদ্ভুত, যা অন্যভাবে উপস্থাপন করেছেন পরিচালক। বাবু ভাইয়ের সঙ্গে আমার ভালো বোঝাপড়া যে কারণে কাজটি দুজনে একসঙ্গে করতে অনেক সুবিধা হয়েছে। মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি, আনন্দিত। অনম বিশ্বাস ও পুরো টিমকে অভিনন্দন।

শরীফুল রাজ
ছবি: সংগৃহীত

শরীফুল রাজ (পরাণ)

সমালোচক পুরস্কার বিভাগের মনোনয়ন তো খুবই কঠিন। একটি সিনেমার অনেক কিছু দেখা হয় এই বিভাগের মনোনয়নে। সেখানে পরাণ সিনেমা দিয়ে আমার নাম আছে, এটা খুশির সংবাদ। জুরিবোর্ডসহ সবার কাছে কৃতজ্ঞতা। দর্শক, পরিচালক, সমালোচক, কলাকুশলী সবার কাছে কৃতজ্ঞতা।

সেরা চলচ্চিত্র অভিনেত্রী

নাজিফা তুষি
ছবি : শিল্পীর সৌজন্যে

নাজিফা তুষি (হাওয়া)
খুবই ভালো লাগছে প্রথমবার মনোনয়ন পেয়ে। ছোটবেলা থেকে এই প্রোগ্রাম দেখতাম আর ভাবতাম কবে আমিও মনোনয়ন পাব। এবার পছন্দের একটি কাজ ‘হাওয়া’র জন্য মনোনয়ন পেয়ে অনেক আনন্দিত। মনোনয়নটাকে পুরস্কারের মতোই মনে হচ্ছে।

বিদ্যা সিনহা মিম
ছবি: কবির হোসেন

বিদ্যা সিনহা মিম (পরাণ)

সমালোচনা বিভাগে আমার নাম আসবে, এটা ভাবিনি। যাঁরা সিনেমা দেখেছেন, যাঁরা আমার অভিনয় পছন্দ করেছেন, সেসব ভক্তের প্রতি কৃতজ্ঞতা। যাঁরা সম্মানিত বিচারক ছিলেন, আমাকে মনোনয়ন দিয়েছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

রোদেলা টাপুর (দেশান্তর)
মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের খুবই জনপ্রিয় ও সবচেয়ে বড় পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই আয়োজনে সমালোচক পুরস্কারে আমি আমার প্রথম ছবি ‘দেশান্তর’–এর জন্য মনোনয়ন পেয়েছি। এটা আমার জন্য অনেক সম্মানের। ইন্ডাস্ট্রির অনেকেরই এই পুরস্কার পাওয়ার জন্য একটা স্বপ্ন থাকে। আমি সত্যি অনেক ভাগ্যবতী সম্মানিত জুরি আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। ধন্যবাদ প্রথম আলো ও সম্মানিত জুরিদের।

সেরা ওয়েব সিরিজ

সাকিব আর খান
সংগৃহীত

সাকিব আর খান (কারাগার)
যেকোনো ধরনের মনোনয়ন আনন্দের। আমাদের কনটেন্টগুলো দর্শকেরা ভালোভাবে গ্রহণ করলেই মনে করি আমরা পুরস্কার পেয়ে গেছি। পুরো টিম মনে করে তাদের পরিশ্রম সার্থক। মেরিল-প্রথম আলোর মতো বড় আয়োজনে ‘কারাগার’ ওয়েব সিরিজকে মনোনয়ন দেওয়ার জন্য জুরিদের ধন্যবাদ জানাচ্ছি।

রেদওয়ান রনি (পেট কাটা ষ)
‘পেট কাটা ষ’ নুহাশ হুমায়ূনের প্রথম ওয়েব সিরিজ। বাংলা ভূতের গল্প যেগুলো আমরা নানি–দাদিদের কাছে শোনা। আলাদা ধরনের গল্প। এই জনরাটা নতুনভাবে তৈরি করা নতুন অভিজ্ঞতা ছিল। দর্শক পছন্দ করেছেন। এমনকি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়ালি সিলেক্ট হয়েছিল, যা চরকির জন্য সম্মানজনক। এবার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়ায় চরকি অনেক সম্মানিত বোধ করছে।

রেদওয়ান রনি (শাটিকাপ)
শাটিকাপ একদম নতুন ডিরেক্টরের কাজ, যার শুটিং হয়েছিল রাজশাহীতে। চরকি সব সময় ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা করছে। সেই ধারাবাহিকতায় নতুনদের নিয়ে এই কাজ করা। দর্শকের কাছেও প্রশংসা পেয়েছে কাজটি। মেরিল-প্রথম আলো পুরস্কারের বিচারকেরা কাজটি মনোনয়নে রেখেছেন, তাই আমরা আনন্দিত। সবাইকে শুভেচ্ছা।

সেরা পরিচালক (ওয়েব সিরিজ)

নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)
বেশ ভালো লাগছে। এবারের মনোনয়নপ্রাপ্ত কাজগুলো খুব সুন্দর। শাটিকাপ, কারাগার–এর সঙ্গে ‘পেট কাটা ষ’ মনোনয়ন পেয়েছে। অনেক ভালো লাগছে।

মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ)
মনোনয়ন পাওয়াটা খুব সম্মানের। কাজটি আমরা খুব স্বাধীনভাবে করেছি। কাজের শুরুতে ভাবতে পারিনি কাজটি সম্পূর্ণ করে দর্শকের কাছে পৌঁছাতে পারব। অবশেষে সেই কাজটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো বড় আয়োজনের মনোনয়ন পাওয়া সত্যি অনেক আনন্দের।

সৈয়দ আহমদ শাওকী (কারাগার)
ছোটবেলা থেকে প্রথম আলোর এই আয়োজন দেখে আসছি। প্রথমবারের মতো মনোনয়ন পেলাম। আমি ও আমার টিম খুবই আনন্দিত। এই মনোনয়ন আগামীর কাজের জন্য উত্সাহ দেবে।