‘খুব বেশি কিছু কি চেয়েছিলাম ভাইয়া?’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, নাজনীন হাসান, কচি খন্দকারদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
গত বছর মারা যান তরুণ অভিনেতা শাহবাজ সানি। তাঁকে স্মরণ করে অভিনেতা তৌসিফ লিখেছেন, ‘এভাবেই প্রতিবছর আমাকে উইশ করবি, এটাই আমার বার্থডে গিফট—খুব বেশি কিছু কি চেয়েছিলাম ভাইয়া? আজকের সারা দিনটা তোকে স্মরণ করেই কাটুক। ভালো আছিস ওপারে আশা করি।’ আজ তৌসিফের জন্মদিন।
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘তেলছাড়া পরোটা’। নাটকের পরিচালক ও অভিনেতা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ধারাবাহিক “তেলছাড়া পরোটা” জমজমাট করতে সব ধরনের প্রচেষ্টা চলছে। দুইজনে এক পোশাকে আছি। কিন্তু গল্পে প্রতিপক্ষ। একজন তেল দেয়, আরেকজন তেলছাড়া জীবন।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রত্না কবির আরেক নায়ক রুবেলের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের শক্তিশালী নায়ক।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
লিটু সাখাওয়াত হোসেনের রচনা ও কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘রূপনগর’–এর শুটিংয়ের ফাঁকে ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী নাজনীন হাসান। তিনি লিখেছেন, ‘হেমন্তের মিষ্টি রোদ একপ্রকার আচ্ছন্নতায় ঘিরে রাখে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
ঢালিউড অভিনেত্রী রিনা খান একসময় সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এখন তাঁকে নিয়মিত নাটকে দেখা যায়। চরিত্রের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অন্য লুকে।’
ছবি: ফেসবুক থেকে